মালয়েশিয়ায় বন্যায় ১৪ জনের প্রাণহানি

- প্রকাশের সময় : ০৬:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়া। বন্যায় ইতোমধ্যে মারা গেছেন ১৪ জন। গত ৩ দিনের প্রবল বর্ষণের কারণে দেশটির ৮টি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। খবর বাংলাদেশ জার্নাল
সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে দেশটির অনেক শহর এবং গ্রামাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। এমনকি রাজধানী কুয়ালালামপুরের অনেক স্থানও পানির নিচে নিমজ্জিত। মালয়েশিয়ার সবচেয়ে সম্পদশালী ও জনবহুল রাজ্য সেলাঙ্গরে ক্ষতি হয়েছে প্রচুর।
শুধু মৃত্যুই নয়, নিখোঁজ এবং ঘরছাড়া হয়ে গেছেন সহস্রাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে আরো অনেক। বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার সরকারও প্রচুর সমালোচনার শিকার হচ্ছে।
এদিকে সেলাঙ্গরে বন্যার দুর্বিষহ অবস্থার ভিতরেও বার্ষিক সভা করেছে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল। বন্যার পরিস্থিতি বিবেচনা না করেই তারা এমন কাজ করায় আরও বেশি ক্ষোভ দেখা দিয়েছে জনগণের মধ্যে।