নিউইয়র্ক ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের ৪৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / ১৮২ বার পঠিত

ঢাকা ডেস্ক : লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।খবর বাংলাদেশ জার্নাল

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করে অনেক সময় সফল হয়েছে। ওসামা বিন লাদেনের ক্ষেত্রেও এ কৌশল অবলম্বন করেছিল দেশটি। আমরা যেমন বঙ্গবন্ধুর তিন পলাতক খুনিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি। যুক্তরাষ্ট্রও এ রকম পদক্ষেপ দিয়েছে।

‘বঙ্গবন্ধুর তিন পলাতক খুনি, যাঁদের অবস্থান জানি না, তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি তথ্য দিতে পারে, তাদের অবশ্যই সরকার পুরস্কার দেবে।’

অভিজিৎ হত্যা মামলা নিয়ে মন্ত্রী বলেন, এ মামলা সম্পর্কে আমি পুরোপুরি বলতে পারব না। শুনেছি ওই মামলায় যাঁদের শাস্তি হয়েছে, তাদের দুজন পলাতক। তারা কোথায় আছেন, আমরা তা জানি না।

অভিজিতের পলাতক খুনিদের ধরার যে প্রচেষ্টা চলছে, তাতে মার্কিন সরকারের এ উদ্যোগ সহায়ক হবে বলেও জানান আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্র তাদের নিয়মে চলছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে তারা বিশেষ কিছু করেনি। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি।

যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে উল্লেখ করে আব্দুল মোমেন আরও বলেন, আপনি যখন ভালো কিছু করবেন, অনেক সহকর্মীই শত্রু হয়ে দাঁড়াবে। আপনি বেশি ভালো করতে পারলে কিছু শত্রুর দেখা পাবেন।

গতকাল সোমবার বাংলাদেশি লেখক অভিজিৎ রায় হত্যায় দণ্ডিত পলাতক দুই খুনি সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেনসহ এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ লাখ ডলার (প্রায় ৪৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের আওতাধীন ‘রিওয়ার্ড ফর জাস্টিস (আরএফজে)’ দপ্তর এ পুরস্কারের ঘোষণা দেয়।

এর আগে গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব ও বাহিনীটির উচ্চপদস্থ বর্তমান-সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ৪৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।খবর বাংলাদেশ জার্নাল

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করে অনেক সময় সফল হয়েছে। ওসামা বিন লাদেনের ক্ষেত্রেও এ কৌশল অবলম্বন করেছিল দেশটি। আমরা যেমন বঙ্গবন্ধুর তিন পলাতক খুনিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি। যুক্তরাষ্ট্রও এ রকম পদক্ষেপ দিয়েছে।

‘বঙ্গবন্ধুর তিন পলাতক খুনি, যাঁদের অবস্থান জানি না, তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি তথ্য দিতে পারে, তাদের অবশ্যই সরকার পুরস্কার দেবে।’

অভিজিৎ হত্যা মামলা নিয়ে মন্ত্রী বলেন, এ মামলা সম্পর্কে আমি পুরোপুরি বলতে পারব না। শুনেছি ওই মামলায় যাঁদের শাস্তি হয়েছে, তাদের দুজন পলাতক। তারা কোথায় আছেন, আমরা তা জানি না।

অভিজিতের পলাতক খুনিদের ধরার যে প্রচেষ্টা চলছে, তাতে মার্কিন সরকারের এ উদ্যোগ সহায়ক হবে বলেও জানান আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্র তাদের নিয়মে চলছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে তারা বিশেষ কিছু করেনি। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি।

যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে উল্লেখ করে আব্দুল মোমেন আরও বলেন, আপনি যখন ভালো কিছু করবেন, অনেক সহকর্মীই শত্রু হয়ে দাঁড়াবে। আপনি বেশি ভালো করতে পারলে কিছু শত্রুর দেখা পাবেন।

গতকাল সোমবার বাংলাদেশি লেখক অভিজিৎ রায় হত্যায় দণ্ডিত পলাতক দুই খুনি সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেনসহ এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ লাখ ডলার (প্রায় ৪৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের আওতাধীন ‘রিওয়ার্ড ফর জাস্টিস (আরএফজে)’ দপ্তর এ পুরস্কারের ঘোষণা দেয়।

এর আগে গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব ও বাহিনীটির উচ্চপদস্থ বর্তমান-সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।