বিজ্ঞাপন :
কবিতা : আমার মা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫
- / ১৫৮৬ বার পঠিত
আমার মা
আলমগীর রেজা চৌধুরী
আমি তোমার চুলের ঘ্রাণমগ্ন সন্ধ্যেবেলা মনে রাখি
আমি তোমার রাত্রির গভীরে আদিম রমণীর
বাত্স্যায়নী পাঠ শিখে রাখি,
যুদ্ধশিবিরে উগড়ে দেয়া মাতৃত্বের ফটো
গ্লোবালে আর্তিময় শব্দ ।
শীতল কথোপকথনে বুঝে নিই
কীভাবে টিভি স্ক্রিন জুড়ে তোমার মুখ;
চোয়াল ডেবে যাওয়া
রক্তশূন্য পাংশুটে জীর্ণ মুখ
আমি তোমার মাতৃত্ব মনে রাখি।
আমার মা
অষ্টম মাতৃত্বের স্বাদ নিয়ে সুগৃহিণী হয়েছিল।
Tag :
Poem_A R Chow.