নিউইয়র্ক ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবার ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার আনছে ইনস্টাগ্রাম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / ১৪৫ বার পঠিত

ইনস্টাগ্রামে যোগ হচ্ছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার। আগামী বছরের মার্চেই ফিচারটি যুক্ত হবে। সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।

কিশোর বয়সী সন্তান ইনস্টাগ্রামে কতো সময় দিচ্ছে ফিচারটির বদৌলতে সেই তথ্য জানতে পারবেন অভিভাবকরা। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, কাউকে রিপোর্ট করলে সে বিষয়েও জানতে পারবেন মা-বাবা।

ফিচারটি নিয়ে ইনস্টাগ্রাম দীর্ধদিন ধরে কাজ করছে বলে জানিয়েছেন মোসেরি।

প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের পাশাপাশি অভিভাবকদের জন্য এডুকেশনাল হাব নির্মাণ করছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি বলছে, শিশুর সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে অভিভাবকদের টিপস ও টিউটোরিয়াল দেবে ওই হাবটি।

ইনস্টাগ্রাম অন্যান্য যে নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে তার মধ্যে আছে- কিশোর বয়সীদের ট্যাগ করার সময় অনুমতি নেওয়ার ফিচার। এটিও ২০২২ সাল নাগাদ বাজারজাত করার পরিকল্পনা ইনস্টাগ্রামের। এই ফিচারটি ‘ডিফল্ট’ অবস্থায় পোস্টে কিশোর বয়সীদের ট্যাগ বা ‘মেনশন’ করতে দেবে না।

এছাড়াও জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে অনেক কন্টেন্ট মুছে দেওয়ার ফিচার আসছে। প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবস্থাপনার সুযোগ দেওয়ার লক্ষ্যেই ফিচারটি তৈরি করা হয়েছে।

এছাড়া নভেম্বর মাসে ‘টেক এ ব্রেক’ ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ৭ অক্টোবর চালু হয়েছে ফিচারটি। খুব শিগগিরই বড় পরিসরে বৈশ্বিক বাজারে ফিচারটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

একটানা বেশি সময় স্ক্রল করলে ব্যবহারকারীদের সতর্ক করে নোটিফিকেশন দেবে ফিচারটি। কতোক্ষণ স্ক্রল করার পর নোটিফিকেশন আসবে, সেটি নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী নিজেই।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবার ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার আনছে ইনস্টাগ্রাম

প্রকাশের সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

ইনস্টাগ্রামে যোগ হচ্ছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার। আগামী বছরের মার্চেই ফিচারটি যুক্ত হবে। সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।

কিশোর বয়সী সন্তান ইনস্টাগ্রামে কতো সময় দিচ্ছে ফিচারটির বদৌলতে সেই তথ্য জানতে পারবেন অভিভাবকরা। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, কাউকে রিপোর্ট করলে সে বিষয়েও জানতে পারবেন মা-বাবা।

ফিচারটি নিয়ে ইনস্টাগ্রাম দীর্ধদিন ধরে কাজ করছে বলে জানিয়েছেন মোসেরি।

প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের পাশাপাশি অভিভাবকদের জন্য এডুকেশনাল হাব নির্মাণ করছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি বলছে, শিশুর সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে অভিভাবকদের টিপস ও টিউটোরিয়াল দেবে ওই হাবটি।

ইনস্টাগ্রাম অন্যান্য যে নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে তার মধ্যে আছে- কিশোর বয়সীদের ট্যাগ করার সময় অনুমতি নেওয়ার ফিচার। এটিও ২০২২ সাল নাগাদ বাজারজাত করার পরিকল্পনা ইনস্টাগ্রামের। এই ফিচারটি ‘ডিফল্ট’ অবস্থায় পোস্টে কিশোর বয়সীদের ট্যাগ বা ‘মেনশন’ করতে দেবে না।

এছাড়াও জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে অনেক কন্টেন্ট মুছে দেওয়ার ফিচার আসছে। প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবস্থাপনার সুযোগ দেওয়ার লক্ষ্যেই ফিচারটি তৈরি করা হয়েছে।

এছাড়া নভেম্বর মাসে ‘টেক এ ব্রেক’ ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ৭ অক্টোবর চালু হয়েছে ফিচারটি। খুব শিগগিরই বড় পরিসরে বৈশ্বিক বাজারে ফিচারটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

একটানা বেশি সময় স্ক্রল করলে ব্যবহারকারীদের সতর্ক করে নোটিফিকেশন দেবে ফিচারটি। কতোক্ষণ স্ক্রল করার পর নোটিফিকেশন আসবে, সেটি নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী নিজেই।