সিজার ক্রিমিনাল তার বিরুদ্ধে আমাদের অবস্থান, বিএনপির বিরুদ্ধে নয় : ড. সিদ্দিক ॥ বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবাবেন না : আব্দুল লতীফ
- প্রকাশের সময় : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫
- / ৬৫৭ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ‘কথিত অর্থ দুর্নীতি’র তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত রিজভী আহমেদ সিজারের ১৪ মার্চের সাংবাদিক সম্মেলন পন্ড হওয়ার পর বাংলাদেশী কমিউনিটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা এখন সরগরম।
সিজারের সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের বাধায় সৃষ্ট জটিলতার এক দিন পর ১৫ মার্চ রোববার ফুডকোর্টের একই স্থানে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি। সেখানে সিজারের উপস্থিতির আশঙ্কায় ফুডকোর্টে জড়ো হতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেয় ফুডকোর্ট রেস্টুরেন্টের নিচতলায়। দোতলার মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরাও এসে উপস্থিত হন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাটকে দেখে ড. সিদ্দিকুর রহমান অনুরোধ করেন, ‘সিজার যেন সাংবাদিক সম্মেলনে না আসে। সিজার একজন ক্রিমিনাল তার বিরুদ্ধে আমাদের অবস্থান। যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে নয়।’ বিষয়টি সংবাদ মাধ্যকে নিশ্চিত করেন আব্দুল লতীফ স¤্রাট।
এরপর সাংবাদিক সম্মেলনে বিএনপির ভদ্রতাকে দুর্বলতা না ভাবার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে জয়ের দুর্নীতির ফিরিস্তি তুলে আনেন স¤্রাট। তবে সিজার বিএনপির সাংবাদিক সম্মেলনে আসেননি। সাংবাদিক সম্মেলনের আগে খাবারবাড়ি রেস্টুরেন্ট ও ফুডকোর্ট এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। এ সময়ে বিএনপি নেতা ইলিয়াস আলী ও সালাহ উদ্দিনের গুমের প্রতিবাদ এবং জয়ের দুর্নীতি বিরোধী শ্লোগান দেয় তারা।
পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীরাও একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানারে তারা বিক্ষোভও প্রদর্শন করে।
ফুডকোর্ট থেকে সরে কিছু দূরে একই সময়ে খাবারবাড়ি রেস্টুরেন্টের পালকি সেন্টারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সেখানে সাপ্তাহিক ঠিকানার বিরুদ্ধে মামলার করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও সিজারকে যেখানে পাবে সেখানেই প্রতিহতের কথাও উঠে আসে। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সব নেতাই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা জানান।
সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘ঠিকানার একজন সাংবাদিক বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে আওয়ামী লীগ ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে তাকে হেয় করার অপচেষ্টা করছে, যার কোনো প্রমাণ নেই।’ ওই সাংবাদিক ও ঠিকানা বয়কটের আহ্বান জানিয়ে ড. সিদ্দিক বলেন, অচিরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর বিরুদ্ধে মামলা করবে।
প্রসঙ্গত, সাপ্তাহিক ঠিকানা’র চলতি সংখ্যায় ‘জয়ের ব্যাংক ব্যালেন্সসহ ৩০০ মিলিয়ন ডলারের তথ্য এফবিআই ও বিএনপির হাতে’ শীর্ষক প্রধান শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই প্রতিরোধ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ ছাড়া আর কেউ আওয়ামী লীগকে ক্ষতি করতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, কানেকটিকাটের বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজার যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্থ একজন অপরাধী। তার কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। সিজারের বক্তব্যকে নৈতিক কারণে প্রত্যাখ্যান করার জন্য মিডিয়াসহ সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান সাজ্জাদ। (দৈনিক আমার দেশ)