নিউইয়র্কে নকল পণ্য বিক্রির অভিযোগে বাংলাদেশী সেলসপার্সন গ্রেফতার
- প্রকাশের সময় : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫
- / ৬৬২ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যামাইকা এভিনিউর একটি বাংলাদেশী গিফট সপ থেকে নকল নর্থফেইস পণ্য বিক্রির অভিযোগে এক বাংলাদেশী সেলসপার্সনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত ১২ মার্চ বৃহস্প্রতিবার বিকেলে ১৬৮ ষ্ট্রীট ও জ্যামাইকা এভিনিউ এলাকার ‘ইএনএম’ নামের বাংলাদেশী গিফট সপ থেকে বাংলাদেশী মোসাম্মৎ মনি সহ আরো একজনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ আনা হয়েছে। জ্যামাইকায় বসবাসকারী মনি ২০১৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট হয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন। স্টোরটির মালিক বাংলাদেশে অবস্থান করছেন।
উল্লেখ্য, নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের তৃতীয় ও শেষ মেয়াদের সময় সিটিতে নকল পণ্য বিক্রি বন্ধের উপর একাধিক উদ্যোগ নেয়া হয়। এর ফলে প্রথম নকল পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া হয় ম্যানহাটানের চায়না টাউনে। পরবর্তীতে এই অভিযান অন্যান্য বরোতে চালানো হয়।(সাপ্তাহিক পরিচয়)