নিউইয়র্ক ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ‍্যাকসন হাইটস-এ চুরাশিয়ান আড্ডা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / ১২৮ বার পঠিত

হককথা ডেস্ক: জ‍্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টে বসেছিল চুরাশিয়ানদের আড্ডা। বুধবার (২৪ নভেম্বর) এসএসসি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা নিউইয়র্ক এই আড্ডার আয়োজন করে। গ্রুপ এডমিন শামস চৌধুরী রুশো-র উদ‍্যোগে আয়োজিত আড্ডায় নিউইয়র্কসহ অন‍্যান‍্য স্টেটের উল্লেখযোগ্য সংখ্যক চুরাশিয়ান অংশ নেন।

জমজমাট আড্ডার ফাঁকে ফাঁকে চলে গান, কৌতুক, কবিতা ও স্মৃতিচারণ। সবাই যেনো স্কুল জীবনের সেই উচ্ছলতায় ফিরে গেলেন। চমৎকার গান পরিবেশন করেন চুরাশিয়ান হাসান মাহমুদ। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন। আড্ডায় কবি ছড়াকার সংগঠক শাম্ স চৌধুরী রুশো রচিত ‘আমরা চুরাশিয়ান’ থিম সং টি প্রথমবারের মতো পরিবেশিত হয়।

আড্ডায় অংশগ্রহণ করেন চুরাশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট কাজী ফৌজিয়া, রাব্বি সাঈদ, ফারুক হোসেন মজুমদার, হাসান মাহমুদ, জিয়া মঈন হায়দার, শেখ শাহেদ, শাম্ স চৌধুরী রুশো, কলি আলম, লিসানুর রাসুল, দেলোয়ারা আক্তার রুমা, সাবিরা করিম, কামরুল মজুমদার, জাহিদ সরকার, হেলী চৌধুরী, মো. আলী আজম। এছাড়াও পেন্সিলভেনিয়া থেকে কামরুন নাহার ও ভার্জিনিয়া থেকে ইসরাত জাহান অংশগ্রহণ করেন।

আড্ডায় বৃহত্তর আকারে একটি চুরাশিয়ান সম্মেলনের জন‍্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জ‍্যাকসন হাইটস-এ চুরাশিয়ান আড্ডা

প্রকাশের সময় : ১০:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১

হককথা ডেস্ক: জ‍্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টে বসেছিল চুরাশিয়ানদের আড্ডা। বুধবার (২৪ নভেম্বর) এসএসসি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা নিউইয়র্ক এই আড্ডার আয়োজন করে। গ্রুপ এডমিন শামস চৌধুরী রুশো-র উদ‍্যোগে আয়োজিত আড্ডায় নিউইয়র্কসহ অন‍্যান‍্য স্টেটের উল্লেখযোগ্য সংখ্যক চুরাশিয়ান অংশ নেন।

জমজমাট আড্ডার ফাঁকে ফাঁকে চলে গান, কৌতুক, কবিতা ও স্মৃতিচারণ। সবাই যেনো স্কুল জীবনের সেই উচ্ছলতায় ফিরে গেলেন। চমৎকার গান পরিবেশন করেন চুরাশিয়ান হাসান মাহমুদ। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন। আড্ডায় কবি ছড়াকার সংগঠক শাম্ স চৌধুরী রুশো রচিত ‘আমরা চুরাশিয়ান’ থিম সং টি প্রথমবারের মতো পরিবেশিত হয়।

আড্ডায় অংশগ্রহণ করেন চুরাশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট কাজী ফৌজিয়া, রাব্বি সাঈদ, ফারুক হোসেন মজুমদার, হাসান মাহমুদ, জিয়া মঈন হায়দার, শেখ শাহেদ, শাম্ স চৌধুরী রুশো, কলি আলম, লিসানুর রাসুল, দেলোয়ারা আক্তার রুমা, সাবিরা করিম, কামরুল মজুমদার, জাহিদ সরকার, হেলী চৌধুরী, মো. আলী আজম। এছাড়াও পেন্সিলভেনিয়া থেকে কামরুন নাহার ও ভার্জিনিয়া থেকে ইসরাত জাহান অংশগ্রহণ করেন।

আড্ডায় বৃহত্তর আকারে একটি চুরাশিয়ান সম্মেলনের জন‍্য পরিকল্পনা গ্রহণ করা হয়।