নিউইয়র্ক ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে ওষুধ, খাবার ও মানবিক সহায়তার জন্য ২ কোটি ৮০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে খাদ্যদ্রব্য পাঠানোর একটি ভারতীয় প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার সঙ্গে একটি বৈঠক করেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে আফগানিস্তানে পাকিস্তান সরকারের অনুদান ঘোষণার বিষয়টি জানানো হয়। অনুদানের অর্থ হিসেবে ৫০০ কোটি পাকিস্তানী রুপির কথা উল্লেখ করা হয়েছে, ডলারের হিসেবে যা ২ কোটি ৮০ লাখের সামান্য বেশি।

এ ছাড়া পাকিস্তানে আফগানিস্তানের রফতানি করও কমিয়ে আনার একটি ঘোষণা ওই বিবৃতিতে রয়েছে।

আফগানিস্তানকে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টন গম দেবে ভারত। ওই গম পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পৌঁছাবে। ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে ওই ঘোষণাও এসেছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

প্রকাশের সময় : ০৮:০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে ওষুধ, খাবার ও মানবিক সহায়তার জন্য ২ কোটি ৮০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে খাদ্যদ্রব্য পাঠানোর একটি ভারতীয় প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার সঙ্গে একটি বৈঠক করেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে আফগানিস্তানে পাকিস্তান সরকারের অনুদান ঘোষণার বিষয়টি জানানো হয়। অনুদানের অর্থ হিসেবে ৫০০ কোটি পাকিস্তানী রুপির কথা উল্লেখ করা হয়েছে, ডলারের হিসেবে যা ২ কোটি ৮০ লাখের সামান্য বেশি।

এ ছাড়া পাকিস্তানে আফগানিস্তানের রফতানি করও কমিয়ে আনার একটি ঘোষণা ওই বিবৃতিতে রয়েছে।

আফগানিস্তানকে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টন গম দেবে ভারত। ওই গম পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পৌঁছাবে। ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে ওই ঘোষণাও এসেছে।