নিউইয়র্ক ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রণবীরের নায়িকা হতে তদবির ‘পজেসিভ’ দীপিকার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ৩৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউডে কোনও সম্পর্কই দীর্ঘমেয়াদী নয়। এখানে বছর বছর পালটায় সম্পর্কের সমীকরণ। ঠিক যেমনটা হয়েছে দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির ক্ষেত্রে। দীপিকার সঙ্গে জুটি বেঁধে পর পর ছবি করেছেন সঞ্জয়। সেই তালিকায় রয়েছে রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত।

এবার সঞ্জয়-দীপিকার সঙ্গে চতুর্থ ছবিটি করতে চলেছেন। ছবির নাম বৈজু বাওরা (Baiju Bawra)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে। কিন্তু রণবীবের সঙ্গে রোম্যান্স কে করবেন তাই নিয়েই চলছে দড়ি টানাটানি।

শোনা যাচ্ছে রণবীরের বিপরীতে মিনা কুমারীর চরিত্রে পরিচালকের পছন্দ আলিয়া ভাটকে। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীরের বিপরীতে দীপিকাই হতে চান নায়িকা। তাহলে কি দিন দিন স্বামী রণবীরকে নিয়ে পজেসিভ হয়ে উঠছেন দীপিকা।

এমনিতে ‘গাল্লি বয়’ ছবিতে আলিয়া-রণবীর জুটিকে মনে ধরেছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই এই জুটিকে ফের বড়পর্দায় একসঙ্গে দেখার চাহিদা রয়েছে দর্শকদের মধ্যে। সেটাকেই হয়তো কাজে লাগাতে চাইছেন পরিচালক সঞ্জয়।

কিন্তু তাতেই বাধা দিচ্ছেন রণবীরের স্ত্রী দীপিকা। সদ্য তিন বছরের বিবাহবার্ষিকী উদযাপন করল দীপবীর জুটি।

রণবীর সিং ও দীপিকা
এদিকে আলিয়ার সঙ্গে গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি ছবি করার পর থেকেই আলিয়াই এখন সঞ্জয়ের নয়নের মণি। তাই তিনি চাইছেন মীনা কুমারীর চরিত্রে দীপিকা নয়, আলিয়া থাকুন রণবীরের বিপরীতে।

যদিও শোনা গিয়েছিল, রণবীরের আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। চলতি বছরের মে মাস থেকেই মিডিয়ার নজরে ছবিটি।

রণবীর সিং ও আলিয়া ভাট
শোনা যায়, অজয় দেবগনকে তানসেনের চরিত্রের জন্যে অফার করা হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বৈজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় তা এখনও ঠিক হয়নি।

এই মুহূর্তে অভিনয় প্রযোজনার পাশাপাশি আলিয়া ব্যস্ত রণবীর কাপুরের সঙ্গে নতুন সংসার পাতার পরিকল্পনা নিয়ে।

আলিয়া ভাট
আলিয়ার হাতে রয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি, আরআরআর, ডার্লিংস ও রকি অউর রানি কি প্রেমকাহানি। অন্যদিকে রণবীরের হাতে রয়েছে শমমের ও অ্যানিমেল ছবির কাজ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রণবীরের নায়িকা হতে তদবির ‘পজেসিভ’ দীপিকার

প্রকাশের সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডে কোনও সম্পর্কই দীর্ঘমেয়াদী নয়। এখানে বছর বছর পালটায় সম্পর্কের সমীকরণ। ঠিক যেমনটা হয়েছে দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির ক্ষেত্রে। দীপিকার সঙ্গে জুটি বেঁধে পর পর ছবি করেছেন সঞ্জয়। সেই তালিকায় রয়েছে রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত।

এবার সঞ্জয়-দীপিকার সঙ্গে চতুর্থ ছবিটি করতে চলেছেন। ছবির নাম বৈজু বাওরা (Baiju Bawra)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে। কিন্তু রণবীবের সঙ্গে রোম্যান্স কে করবেন তাই নিয়েই চলছে দড়ি টানাটানি।

শোনা যাচ্ছে রণবীরের বিপরীতে মিনা কুমারীর চরিত্রে পরিচালকের পছন্দ আলিয়া ভাটকে। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীরের বিপরীতে দীপিকাই হতে চান নায়িকা। তাহলে কি দিন দিন স্বামী রণবীরকে নিয়ে পজেসিভ হয়ে উঠছেন দীপিকা।

এমনিতে ‘গাল্লি বয়’ ছবিতে আলিয়া-রণবীর জুটিকে মনে ধরেছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই এই জুটিকে ফের বড়পর্দায় একসঙ্গে দেখার চাহিদা রয়েছে দর্শকদের মধ্যে। সেটাকেই হয়তো কাজে লাগাতে চাইছেন পরিচালক সঞ্জয়।

কিন্তু তাতেই বাধা দিচ্ছেন রণবীরের স্ত্রী দীপিকা। সদ্য তিন বছরের বিবাহবার্ষিকী উদযাপন করল দীপবীর জুটি।

রণবীর সিং ও দীপিকা
এদিকে আলিয়ার সঙ্গে গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি ছবি করার পর থেকেই আলিয়াই এখন সঞ্জয়ের নয়নের মণি। তাই তিনি চাইছেন মীনা কুমারীর চরিত্রে দীপিকা নয়, আলিয়া থাকুন রণবীরের বিপরীতে।

যদিও শোনা গিয়েছিল, রণবীরের আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। চলতি বছরের মে মাস থেকেই মিডিয়ার নজরে ছবিটি।

রণবীর সিং ও আলিয়া ভাট
শোনা যায়, অজয় দেবগনকে তানসেনের চরিত্রের জন্যে অফার করা হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বৈজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় তা এখনও ঠিক হয়নি।

এই মুহূর্তে অভিনয় প্রযোজনার পাশাপাশি আলিয়া ব্যস্ত রণবীর কাপুরের সঙ্গে নতুন সংসার পাতার পরিকল্পনা নিয়ে।

আলিয়া ভাট
আলিয়ার হাতে রয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি, আরআরআর, ডার্লিংস ও রকি অউর রানি কি প্রেমকাহানি। অন্যদিকে রণবীরের হাতে রয়েছে শমমের ও অ্যানিমেল ছবির কাজ।