নিউইয়র্ক ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি, পিষ্ট হয়ে নিহত ৫

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ১৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াকিশা শহরে ক্রিসমাস প্যারেডে একটি দ্রুত গতির গাড়ি উঠে গেলে পিষ্ট হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

ওয়াকিশা শহরের মেয়র শাউন রেইলি সাংবাদিকদের বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত এটা শোনে যে প্যারেডে আমাদের কমিউনিটির অনেকেই অংশ নিয়েছিলেন। কিন্তু জখম ও হৃদয়ে ব্যাথা নিয়ে তারা এটি শেষ করেছেন।’

ওয়াকিশাতে বার্ষিক প্রথা মেনে রোববার চলছিল ক্রিসমাসের এ প্যারেড। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে ধেয়ে আসে। প্যারেডে অংশগ্রহণকারী মানুষদের ধাক্কা মেরে চলে যায় সেই গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। তারা জানান, গাড়িটি খুবই জোরে এসে প্যারেডে অংশগ্রহণকারীদের ধাক্কা মেরে দ্রুত গতিতে চলে যায়। কয়েকজন আহতের অবস্থা সংকটজনক।

পুলিশ জনিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান বলেছেন, লাল রঙের একটি এসইউভির চালক এ ঘটনা ঘটিয়েছে।

ওয়াকিশাতে প্রতি বছরই এ ক্রিসমাস প্যারেড হয়। এ প্যারেড দেখতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। অনেকে প্যারেডে অংশ নেন। রাস্তায় ব্যারিকেডও লাগানো ছিল। সেই ব্যারিকেট ভেঙে গাড়িটি প্যারেডে ঢুকে পড়ে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এসইউভির চালক সম্পর্কে তারা এখনো কিছু জানায়নি। কতজন মারা গেছেন, তাও বলেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের কাজে এফবিআই তাদের সাহায্য করছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি, পিষ্ট হয়ে নিহত ৫

প্রকাশের সময় : ০৫:০০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াকিশা শহরে ক্রিসমাস প্যারেডে একটি দ্রুত গতির গাড়ি উঠে গেলে পিষ্ট হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

ওয়াকিশা শহরের মেয়র শাউন রেইলি সাংবাদিকদের বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত এটা শোনে যে প্যারেডে আমাদের কমিউনিটির অনেকেই অংশ নিয়েছিলেন। কিন্তু জখম ও হৃদয়ে ব্যাথা নিয়ে তারা এটি শেষ করেছেন।’

ওয়াকিশাতে বার্ষিক প্রথা মেনে রোববার চলছিল ক্রিসমাসের এ প্যারেড। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে ধেয়ে আসে। প্যারেডে অংশগ্রহণকারী মানুষদের ধাক্কা মেরে চলে যায় সেই গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। তারা জানান, গাড়িটি খুবই জোরে এসে প্যারেডে অংশগ্রহণকারীদের ধাক্কা মেরে দ্রুত গতিতে চলে যায়। কয়েকজন আহতের অবস্থা সংকটজনক।

পুলিশ জনিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান বলেছেন, লাল রঙের একটি এসইউভির চালক এ ঘটনা ঘটিয়েছে।

ওয়াকিশাতে প্রতি বছরই এ ক্রিসমাস প্যারেড হয়। এ প্যারেড দেখতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। অনেকে প্যারেডে অংশ নেন। রাস্তায় ব্যারিকেডও লাগানো ছিল। সেই ব্যারিকেট ভেঙে গাড়িটি প্যারেডে ঢুকে পড়ে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এসইউভির চালক সম্পর্কে তারা এখনো কিছু জানায়নি। কতজন মারা গেছেন, তাও বলেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের কাজে এফবিআই তাদের সাহায্য করছে।