নিউইয়র্ক ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চুলের সৌন্দর্যে ধনেপাতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / ১১৫ বার পঠিত

সৌন্দর্যের আরেক নাম চুল। তবে এই সময়টাতে দেখা দেয় চুল ফাটা, চুল ভেঙে যাওয়া, রুক্ষ হওয়াসহ চুলের নানা সমস্যা। তবে এই শীতের মৌসুমে ধনেপাতা আপনার চুলের নানা সমস্যা দূর করে, চুলকে রাখবে নরম, ঘন ও কালো। কেননা এই পাতায় পাওয়া যায় ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন এ। এসব উপাদান চুলের যত্নে খুবই কার্যকরী।

চলুন তবে জেনে নেই চুলের যত্নে ধনেপাতার ব্যবহার

অ্যালোভেরা ও ধনেপাতা

অ্যালোভেরার সঙ্গে ধনেপাতা মিশিয়ে নিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে একটি উপকারী হেয়ার মাস্ক। এরপর এই হেয়ার মাস্ক পুরো চুলে লাগিয়ে নিন। মিনিট বিশেক এভাবে রেখে এরপর ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে নরম ও প্রাণবন্ত।

মুলতানি মাটি ও ধনেপাতা

চুলের যত্নে মুলতানি মাটিও অনেক বেশি উপকারী। মুলতানি মাটি ও ধনেপাতার পেস্ট একসঙ্গে ব্যবহার করলে পাবেন উপকার। সেজন্য প্রথমে ধনেপাতার পেস্ট তৈরি করে নিন। এরপর তার সঙ্গে মেশান মুলতানি মাটি। এই পেস্ট চুলে ব্যবহার করে অপেক্ষা করুন বিশ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ও ধনেপাতার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হবে।

ধনেপাতার হেয়ার মাস্ক

কাঙ্ক্ষিত চুল পেতে আপনাকে সাহায্য করতে পারে ধনেপাতার হেয়ার মাস্ক। প্রথমে ধনেপাতা ভালোভাবে ধুয়ে নিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। এরপর সেই পেস্ট চুলে ভালোভাবে লাগিয়ে রেখে দিন মিনিট বিশেক। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। চুল ধোওয়ার ক্ষেত্রে ব্যবহার করুন মাইল্ড কোনো শ্যাম্পু। চুলে নিয়মিত ধনেপাতার পেস্ট ব্যবহার করলে চুলের বৃদ্ধি দ্রুত হবে।

ধনেপাতার রস

একমুঠো তাজা ধনেপাতা নিন। এরপর তার সঙ্গে মেশান কয়েক টেবিল চামচ পানি। এরপর ঘন পেস্ট তৈরি করে নিন। পেস্টটি ভালোভাবে ছেঁকে রস বের করে নিন। চুলের পাশাপাশি মাথার ত্বকেও এই রস লাগাতে পারেন। এভাবে আধা ঘণ্টা রেখে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করলে চুল দ্রুত সিল্কি ও লম্বা হবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চুলের সৌন্দর্যে ধনেপাতা

প্রকাশের সময় : ১২:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

সৌন্দর্যের আরেক নাম চুল। তবে এই সময়টাতে দেখা দেয় চুল ফাটা, চুল ভেঙে যাওয়া, রুক্ষ হওয়াসহ চুলের নানা সমস্যা। তবে এই শীতের মৌসুমে ধনেপাতা আপনার চুলের নানা সমস্যা দূর করে, চুলকে রাখবে নরম, ঘন ও কালো। কেননা এই পাতায় পাওয়া যায় ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন এ। এসব উপাদান চুলের যত্নে খুবই কার্যকরী।

চলুন তবে জেনে নেই চুলের যত্নে ধনেপাতার ব্যবহার

অ্যালোভেরা ও ধনেপাতা

অ্যালোভেরার সঙ্গে ধনেপাতা মিশিয়ে নিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে একটি উপকারী হেয়ার মাস্ক। এরপর এই হেয়ার মাস্ক পুরো চুলে লাগিয়ে নিন। মিনিট বিশেক এভাবে রেখে এরপর ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে নরম ও প্রাণবন্ত।

মুলতানি মাটি ও ধনেপাতা

চুলের যত্নে মুলতানি মাটিও অনেক বেশি উপকারী। মুলতানি মাটি ও ধনেপাতার পেস্ট একসঙ্গে ব্যবহার করলে পাবেন উপকার। সেজন্য প্রথমে ধনেপাতার পেস্ট তৈরি করে নিন। এরপর তার সঙ্গে মেশান মুলতানি মাটি। এই পেস্ট চুলে ব্যবহার করে অপেক্ষা করুন বিশ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ও ধনেপাতার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হবে।

ধনেপাতার হেয়ার মাস্ক

কাঙ্ক্ষিত চুল পেতে আপনাকে সাহায্য করতে পারে ধনেপাতার হেয়ার মাস্ক। প্রথমে ধনেপাতা ভালোভাবে ধুয়ে নিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। এরপর সেই পেস্ট চুলে ভালোভাবে লাগিয়ে রেখে দিন মিনিট বিশেক। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। চুল ধোওয়ার ক্ষেত্রে ব্যবহার করুন মাইল্ড কোনো শ্যাম্পু। চুলে নিয়মিত ধনেপাতার পেস্ট ব্যবহার করলে চুলের বৃদ্ধি দ্রুত হবে।

ধনেপাতার রস

একমুঠো তাজা ধনেপাতা নিন। এরপর তার সঙ্গে মেশান কয়েক টেবিল চামচ পানি। এরপর ঘন পেস্ট তৈরি করে নিন। পেস্টটি ভালোভাবে ছেঁকে রস বের করে নিন। চুলের পাশাপাশি মাথার ত্বকেও এই রস লাগাতে পারেন। এভাবে আধা ঘণ্টা রেখে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করলে চুল দ্রুত সিল্কি ও লম্বা হবে।