নিউইয়র্ক ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইরানের ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: তুরস্ক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে একতরফাভাবে দেওয়া নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ, এগুলো প্রত্যাহার করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাব্দুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

মেভলুত চাভুসগ্লু বলেন, ইরানের বিরুদ্ধে আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমরা ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরে খুবই খুশি। আলোচনার ইতিবাচক ফল আমাদের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্যও জরুরি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্থবিরতা কাটাতে সব পক্ষ যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিশেষ করে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যারা চুক্তি থেকে সরে এসেছে।

চাভুসগ্লু আঞ্চলিক বিষয়গুলো নিয়ে সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় সংকট নিরসনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ইরাক আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনে সংকট এখনও রয়ে গেছে। দক্ষিণ ককেশাস এলাকার স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ নিষেধাজ্ঞার কারণে নানাবিধ সংকটে পড়েছে ইরান। নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাণিজ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে জটিলতাসহ নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে ইরানকে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইরানের ওপর নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: তুরস্ক

প্রকাশের সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে একতরফাভাবে দেওয়া নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ, এগুলো প্রত্যাহার করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাব্দুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

মেভলুত চাভুসগ্লু বলেন, ইরানের বিরুদ্ধে আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমরা ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরে খুবই খুশি। আলোচনার ইতিবাচক ফল আমাদের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্যও জরুরি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্থবিরতা কাটাতে সব পক্ষ যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিশেষ করে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যারা চুক্তি থেকে সরে এসেছে।

চাভুসগ্লু আঞ্চলিক বিষয়গুলো নিয়ে সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় সংকট নিরসনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ইরাক আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনে সংকট এখনও রয়ে গেছে। দক্ষিণ ককেশাস এলাকার স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ নিষেধাজ্ঞার কারণে নানাবিধ সংকটে পড়েছে ইরান। নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাণিজ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে জটিলতাসহ নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে ইরানকে।