নিউইয়র্ক ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

খালেদাকে বিদেশে নিতে ফের আবেদন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / ৬১ বার পঠিত

ঢাকা ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে ফের আবেদন করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন বলে জানা গেছে। পরদিন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এবিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদেরকে বলেন, পরিবারের পক্ষ থেকে ম্যাডামের ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন। ম্যাডামকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন এবং বিদেশে পাঠাতে সরকারের কাছে এই আবেদন করা হয়।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, আবেদন তো প্রায়ই করেন। আর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। এটা আইন মন্ত্রণালয়ের বিষয়।

গত ৬ মে শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ আবেদন করেছিলেন। সেই আবেদন আইন মন্ত্রণালয়ে গেলে তা নাকচ হয়ে যায়।

খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রেখেই তার চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপারসনকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এরআগে এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর খালেদা জিয়া বাসায় ফিরেছিলেন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

খালেদাকে বিদেশে নিতে ফের আবেদন

প্রকাশের সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে ফের আবেদন করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন বলে জানা গেছে। পরদিন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এবিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদেরকে বলেন, পরিবারের পক্ষ থেকে ম্যাডামের ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন। ম্যাডামকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন এবং বিদেশে পাঠাতে সরকারের কাছে এই আবেদন করা হয়।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, আবেদন তো প্রায়ই করেন। আর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। এটা আইন মন্ত্রণালয়ের বিষয়।

গত ৬ মে শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ আবেদন করেছিলেন। সেই আবেদন আইন মন্ত্রণালয়ে গেলে তা নাকচ হয়ে যায়।

খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রেখেই তার চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপারসনকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এরআগে এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর খালেদা জিয়া বাসায় ফিরেছিলেন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।