ভার্চ্যুয়াল সম্মেলন থেকে আসলে কি চাচ্ছেন বাইডেন-শি

- প্রকাশের সময় : ০৫:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৩০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আজ একটি ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনের মাধ্যমে তারা আসলে কি চাচ্ছেন- এমন একটা প্রশ্ন সবার সামনে আসছে। খবর বাংলাদেশ জার্নাল
দুই দেশের মধ্যে নানা ইস্যু নিয়ে গত কয়েক বছর ধরে বিভেদ বেড়েছে। সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দুই দেশের মধ্যে কার্যত বাণিজ্যযুদ্ধ চলে।
এ ধারাবাহিকতা অব্যাহত আছে জো বাইডেনের সময়েও। বরং বর্তমানে তাইওয়ানকে নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বেড়েছে।
তবে এটা দুই নেতার প্রথম বৈঠক নয়। এর আগে তারা আরও দুটি বৈঠক করেছেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, দুই নেতার মধ্যে আলোচনায় প্রধান্য পেতে পারে বাণিজ্য ও পরমাণু বোমার নিয়ন্ত্রণসহ নানা বিষয়।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রতিযোগিতার বিষয়টি দায়িত্বশীলতার মধ্যে সীমাবদ্ধ রাখার নিয়ে আলোচনা হবে।
এর আগে আরও দুইবার কথা বলেছেন শি জিনপিং ও জো বাইডেন। এ সময় তারা সম্পর্ক জটিলতার বিষয়টি স্বীকার করেছেন।