নিউইয়র্ক ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কমিউনিটিতে সাড়া ফেলেছে বিএএসজে’র ‘ফুড ব্যাংক’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / ৪২ বার পঠিত

কমিউনিটিতে সাড়া ফেলেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি আয়োজিত ‘ফুড ব্যাংক’।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ নভেম্বর) আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে তাজা শাকসব্জি, ফল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি’র নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে দীর্ঘদিন ধরে এই ফুড ব্যাংক কার্যক্রম চলছে। বিশেষ করে করোনাকালীন দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখায় আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ‘ফুড ব্যাংক’ এর কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কমিউনিটিতে সাড়া ফেলেছে বিএএসজে’র ‘ফুড ব্যাংক’

প্রকাশের সময় : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

কমিউনিটিতে সাড়া ফেলেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি আয়োজিত ‘ফুড ব্যাংক’।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ নভেম্বর) আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে তাজা শাকসব্জি, ফল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি’র নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে দীর্ঘদিন ধরে এই ফুড ব্যাংক কার্যক্রম চলছে। বিশেষ করে করোনাকালীন দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখায় আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ‘ফুড ব্যাংক’ এর কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে