ফটো সাংবাদিক বীনু স্মরণে সভা শুক্রবার

- প্রকাশের সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৭৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের সিনিয়র ফটো সাংবাদিক লুৎফর রহমান বীনু’র ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এক শোক বার্তায় মরহুর বীনুর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রখ্যাত ফটো সাংবাদিক লুৎফর রহমান বীনু গত সোমবার ঢাকার খিলগাঁও সি-বøকের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার এক ছেলে অস্ট্রেলিয়া এক মেয়ে আমেরিকায় বসবাস করেন।
এদিকে ফটো সাংবাদিক লুৎফর রহমান বীনু’র ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৩০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রবাসের সকল মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকেন বিশেষ অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।