নিউইয়র্ক ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আলোর পথে: ক্ষমতালাভের ১০০ দিন পর কংগ্রেসে বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১৭৭ বার পঠিত

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙা রাখতে এক লাখ ৮০ হাজার কোটি ডলারের আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন তিনি। বাইডেন বলেন, অন্ধকার কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে।
চলতি বছরের ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মহামারি মোকাবিলা। প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকার দেয়ার লক্ষ্য নির্ধারণ করে ইতিমধ্যে বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারীতে হাজার হাজার আমেরিকান নাগরিকের জীবনহানি ও দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়লেও যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ২২ কোটিরও বেশি আমেরিকান নাগরিক অন্তত একটি করে টিকার ডোজ নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার ফার্মাসি ও সাত শ’র বেশি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে করোনাভাইরাস সংক্রমণরোধী টিকা সহজেই পাওয়া যাচ্ছে। এ ছাড়া করোনার ক্ষতি কাটিয়ে উঠতে জনগণকে দিয়েছেন একাধিক অর্থনৈতিক প্রণোদনা। এক মাসের কম সময়ের ব্যবধানে দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন বাইডেন। বুধবার (২৮ এপ্রিল) কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে কর্মজীবী, শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য আরও এক লাখ ৮০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় ইউএস কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ছবি: সংগৃহীত
প্রতিনিধি পরিষদের একটি কক্ষে রাখা বক্তব্যে বাইডেন বলেন, ১০০ দিন পর আমি জাতিকে বলতে পারি যে, যুক্তরাষ্ট্র আবারও এগোচ্ছে, বিপদকে সম্ভাবনায় পরিণত করছে, সংকটকে করছে সুযোগে। যুক্তরাষ্ট্র এখন উড়তে প্রস্তুত। আমেরিকা সামনে আগাচ্ছে। ঝুঁকিকে সম্ভাবনায় পরিণত করেছে। সংকটকে সুযোগে পরিণত করেছে। বাধাকে শক্তিতে পরিণত করেছে।
এসময় জো বাইডেন জানান, তার প্রশাসনের প্রথম ১০০ দিনেই ১৩ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে, যা আগের যেকোনও প্রেসিডেন্টের তুলনায় রেকর্ড। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছয় শতাংশ বাড়বে বলেও জানান এ ডেমোক্র্যাট নেতা।
প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভাষণে আরো বলেন, পিছিয়ে পড়া শ্রমজীবি ও মধ্যবিত্ত আমেরিকানদের উন্নতিতে তিনি নতুন অর্থনৈতিক পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রথম প্রেসিডেন্সিয়াল ভাষণে বাইডেন আবার আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তানের যুদ্ধ প্রজন্মের পর প্রজন্মের চালিয়ে নেয়ার জন্য ছিল না। নয় এগারোর সন্ত্রাসীদের শাস্তির জন্যই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে গিয়েছে। চীন ও অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্র ২১ শতকে প্রতিযোগিতার মধ্যে রয়েছে বলে ভাষণে জানান বাইডেন। এই লক্ষ্যে দেশটিতে আরো নতুন নতুন কর্মক্ষেত্র ও বিনিযোগ তৈরির কথা জানান তিনি।
এছাড়া ভাষণে বাইডেন বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জেনপিংকে জানিয়েছিলেন ইউরোপে ন্যাটোর উপস্থিতির মতোই ইন্দো-প্যাসেফিক অঞ্চলেও জোরদার আমেরিকান সামরিক উপস্থিতি থাকবে। তবে সংঘর্ষ সৃষ্টির জন্য নয় বরং সংঘর্ষ রোধ করতেই এই উপস্থিতি থাকবে। একই সাথে রাশিয়ার সাথে কোনো উত্তেজনা চান না বলে জানান তিনি। বরং উভয়ের স্বার্থে মার্কিন-রুশ সহযোগিতার সম্ভাবনার কথা বাইডেন তার ভাষণে বলেন।
অপরদিকে ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে বিশ্বের জন্য হুমকির সম্ভাবনা রোধ করতে কূটনীতিক পন্থায় যুক্তরাষ্ট্র কাজ করে চলছে বলে জানান বাইডেন।
শেতাঙ্গ আধিপত্যবাদকে সন্ত্রাসবাদ বললেন বাইডেন
শেতাঙ্গ আধিপত্যবাদকে ‘সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএস কংগ্রেসে তার প্রথম জয়েন্ট অ্যাড্রেসে শেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে নিজের অবস্থান ¯পষ্ট করেন তিনি। বাইডেন বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্রকে এই আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলায় সচেষ্ট থাকতে হবে।
বক্তব্যে বাইডেন আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, বিদেশী সন্ত্রাসীরা দেশ থেকে বহু দূরে অবস্থান করছে কিন্তু শেতাঙ্গ আধিপত্যবাদীরা দেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে। বাইডেন আরো বলেন, আমাদের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে ভয়ানক সন্ত্রাসীদের চিহ্নিত করেছে। তাদেরকে আমরা এড়িয়ে যেতে পারি না।
শেতাঙ্গ আধিপত্যবাদ হচ্ছে সন্ত্রাসবাদ। বাইডেন যেখানে বসে এই বক্তব্য দিয়েছেন, মাত্র তিন মাস পূর্বেই সেখানে ডোনাল্ড ট্রা¤পপন্থী সমর্থকরা হামলা চালিয়েছিল। বাইডেন বলেন, শেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরণের সন্ত্রাসবাদ এবং আমরা একে ছাড় দেবো না। আমেরিকানদের উচিৎ এখন এক হয়ে নিজেদের আত্মার শুদ্ধি করা।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। নির্বাচনে জয় লাভের পর ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। সূত্র : বিসিসি, আলজাজিরা ও সিএনএন

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র আলোর পথে: ক্ষমতালাভের ১০০ দিন পর কংগ্রেসে বাইডেন

প্রকাশের সময় : ১২:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙা রাখতে এক লাখ ৮০ হাজার কোটি ডলারের আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন তিনি। বাইডেন বলেন, অন্ধকার কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে।
চলতি বছরের ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মহামারি মোকাবিলা। প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকার দেয়ার লক্ষ্য নির্ধারণ করে ইতিমধ্যে বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারীতে হাজার হাজার আমেরিকান নাগরিকের জীবনহানি ও দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়লেও যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ২২ কোটিরও বেশি আমেরিকান নাগরিক অন্তত একটি করে টিকার ডোজ নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার ফার্মাসি ও সাত শ’র বেশি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে করোনাভাইরাস সংক্রমণরোধী টিকা সহজেই পাওয়া যাচ্ছে। এ ছাড়া করোনার ক্ষতি কাটিয়ে উঠতে জনগণকে দিয়েছেন একাধিক অর্থনৈতিক প্রণোদনা। এক মাসের কম সময়ের ব্যবধানে দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন বাইডেন। বুধবার (২৮ এপ্রিল) কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে কর্মজীবী, শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য আরও এক লাখ ৮০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় ইউএস কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ছবি: সংগৃহীত
প্রতিনিধি পরিষদের একটি কক্ষে রাখা বক্তব্যে বাইডেন বলেন, ১০০ দিন পর আমি জাতিকে বলতে পারি যে, যুক্তরাষ্ট্র আবারও এগোচ্ছে, বিপদকে সম্ভাবনায় পরিণত করছে, সংকটকে করছে সুযোগে। যুক্তরাষ্ট্র এখন উড়তে প্রস্তুত। আমেরিকা সামনে আগাচ্ছে। ঝুঁকিকে সম্ভাবনায় পরিণত করেছে। সংকটকে সুযোগে পরিণত করেছে। বাধাকে শক্তিতে পরিণত করেছে।
এসময় জো বাইডেন জানান, তার প্রশাসনের প্রথম ১০০ দিনেই ১৩ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে, যা আগের যেকোনও প্রেসিডেন্টের তুলনায় রেকর্ড। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছয় শতাংশ বাড়বে বলেও জানান এ ডেমোক্র্যাট নেতা।
প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভাষণে আরো বলেন, পিছিয়ে পড়া শ্রমজীবি ও মধ্যবিত্ত আমেরিকানদের উন্নতিতে তিনি নতুন অর্থনৈতিক পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রথম প্রেসিডেন্সিয়াল ভাষণে বাইডেন আবার আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তানের যুদ্ধ প্রজন্মের পর প্রজন্মের চালিয়ে নেয়ার জন্য ছিল না। নয় এগারোর সন্ত্রাসীদের শাস্তির জন্যই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে গিয়েছে। চীন ও অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্র ২১ শতকে প্রতিযোগিতার মধ্যে রয়েছে বলে ভাষণে জানান বাইডেন। এই লক্ষ্যে দেশটিতে আরো নতুন নতুন কর্মক্ষেত্র ও বিনিযোগ তৈরির কথা জানান তিনি।
এছাড়া ভাষণে বাইডেন বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জেনপিংকে জানিয়েছিলেন ইউরোপে ন্যাটোর উপস্থিতির মতোই ইন্দো-প্যাসেফিক অঞ্চলেও জোরদার আমেরিকান সামরিক উপস্থিতি থাকবে। তবে সংঘর্ষ সৃষ্টির জন্য নয় বরং সংঘর্ষ রোধ করতেই এই উপস্থিতি থাকবে। একই সাথে রাশিয়ার সাথে কোনো উত্তেজনা চান না বলে জানান তিনি। বরং উভয়ের স্বার্থে মার্কিন-রুশ সহযোগিতার সম্ভাবনার কথা বাইডেন তার ভাষণে বলেন।
অপরদিকে ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে বিশ্বের জন্য হুমকির সম্ভাবনা রোধ করতে কূটনীতিক পন্থায় যুক্তরাষ্ট্র কাজ করে চলছে বলে জানান বাইডেন।
শেতাঙ্গ আধিপত্যবাদকে সন্ত্রাসবাদ বললেন বাইডেন
শেতাঙ্গ আধিপত্যবাদকে ‘সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএস কংগ্রেসে তার প্রথম জয়েন্ট অ্যাড্রেসে শেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে নিজের অবস্থান ¯পষ্ট করেন তিনি। বাইডেন বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্রকে এই আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলায় সচেষ্ট থাকতে হবে।
বক্তব্যে বাইডেন আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, বিদেশী সন্ত্রাসীরা দেশ থেকে বহু দূরে অবস্থান করছে কিন্তু শেতাঙ্গ আধিপত্যবাদীরা দেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে। বাইডেন আরো বলেন, আমাদের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে ভয়ানক সন্ত্রাসীদের চিহ্নিত করেছে। তাদেরকে আমরা এড়িয়ে যেতে পারি না।
শেতাঙ্গ আধিপত্যবাদ হচ্ছে সন্ত্রাসবাদ। বাইডেন যেখানে বসে এই বক্তব্য দিয়েছেন, মাত্র তিন মাস পূর্বেই সেখানে ডোনাল্ড ট্রা¤পপন্থী সমর্থকরা হামলা চালিয়েছিল। বাইডেন বলেন, শেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরণের সন্ত্রাসবাদ এবং আমরা একে ছাড় দেবো না। আমেরিকানদের উচিৎ এখন এক হয়ে নিজেদের আত্মার শুদ্ধি করা।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। নির্বাচনে জয় লাভের পর ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। সূত্র : বিসিসি, আলজাজিরা ও সিএনএন