কবরীর মৃত্যুতে তারকাদের শোক

- প্রকাশের সময় : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ৩৫ বার পঠিত
ঢাক ডেস্ক: করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) মারা গেছেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তারকারা।
সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী
আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী…। আমি কিভাবে আপনাকে বিদায় জানাবো…! দমবন্ধ লাগছে …! শান্তিতে থাকুন কবরী ফুপু।
ফাহমিদা নবী, কন্ঠশিল্পী
আজ আর কোন ছবি নয়, মনের ভেতর থাকুক সেই ছবি, যে ছবি চির অমলিন। কিন্তু এই ছবিটা না দিয়ে পারলামনা।কেমন যেন মায়া আর কষ্ট মাখা আত্মবিশ্বাসী ছবিটা! ছবিটাতে একজন সংগ্রামী, কষ্টকে জয় করা এবং আবার স্বপ্ন দেখবার প্রত্যয়ে নিজেকে তৈরী করবার একজন নতুন সাহসি নারীকে দেখলাম, মনে হলো উনাকে নিয়ে লিখে কিছুটা হারানোর বেদনা ভুলি…. !মিষ্টি মেয়ে “খ্যাত চিত্রনায়িকা কবরী চিরনিদ্রায় চলেই গেলেন!
মনে হচ্ছে অনেক বৃষ্টি হোক, ঝড় হোক
ঝরে যাক অব্যক্ত বেদনা এই ভোর রাতে!
মৃত্যু যার যখন হবে, তার তখনি চলে যেতে হবে। এ নিয়ে আর কিছু বলবোনা। পবিত্র মাসে চলে গেলেন…….সেটাই ভালো হলো।
আব্বার কথা মনে পড়ছে…..কাঁদতে পারিনা আর………!
কবরী আন্টিকে আমার বকুল ফুল মনে হলো।
জানিনা কেন! বকুল ফুলকে খুব দুখী ফুল মনে হয় সেই ছোটবেলা থেকে। যখনি কুড়াতাম, তখনি মনে হতো, এই ফুল তো ছেড়া যায়না, বিশাল গাছে ছোট্ট ছোট্ট ফুল। ঝোরে ঝোরে পড়ে ,বৃষ্টি ফোটার মতো। বোধহয় কাদেঁ আর সুখ বিলায়!
শুকিয়ে যায় কিন্তু গন্ধ ছড়াতেই থাকে আজীবন, কি আশ্চর্য!
তাই বকুল ফুল অন্যরকম প্রিয় দামি সংগ্রামী ফুল আমার কাছে।
যে দুখি, সেই তো সংগ্রামী
কষ্টের চোখই তো, এতো মিষ্টি হাসি বহন করতে পারে! আমার কেন যেন তাই মনে হয়েছে তার এই স্হির চিত্রটি দেখে। অনেক যুদ্ধ করেছেন নিজের সাথেই নিজেই বোধহয়! অনেক ক্লান্ত ছিলেন। অনেক বেদনাকে ছাপিয়ে আবার হাঁটতে পথ খুঁজেছিলেন হয়তো!
আপনার স্বপ্নের ছবিটা বানানো হলোনা!
থাক, চির নিদ্রায় আপনার আত্মার শান্তি হোক।
আপনার জন্য বকুল ফুলের ভালোবাসা।
আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আমিন
কনক চাঁপা, কন্ঠশিল্পী
আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো।
মমতাজ বেগম, কন্ঠশিল্পী
হাজার বছর বেঁচে থাকুন মানুষের হৃদয়ে।
আঁখি আলমগীর, কন্ঠশিল্পী
কবরী আন্টি, ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন।
জায়েদ খান, অভিনেতা
কবরী আপা নেই। ভাবতেই কেমন লাগছে।
বিজরী বরকতুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
বরেণ্য অভিনয় শিল্পী কবরী সারোয়ার রাত ১২টা ২০ মিনিটে এ চলে গেলেন সবাইকে ছেড়ে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহী রাজেউন)। তার আতœার শান্তি কামনা করি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
বেলাল খান, কন্ঠশিল্পী
আমাদের কৈশোর কালের নায়িকা ছিলেন কবরী। মুগ্ধ হয়ে দেখতাম। কী মিষ্টি হাসি তার! শেষ বয়সে এসে রাজনীতিতেও নাম লেখালেন। এমপি হলেন। করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেটরে ছিলেন তিনি। আজ চলে গেলেন চিরতরে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
শাহনাজ খুশি, অভিনেত্রী
সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল, সবাইকে অবাক করে, আপনি সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন। কিন্তু এলেন না। শ্রদ্ধা, ভালবাসা। ওপারে শান্তিতে ঘুমান।
বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী
ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি।
জুলফিকার রাসেল
প্রিয় অভিনেত্রী কবরীও চলে গেলেন! আমাদের আকাশে আলো কমে যাচ্ছে!
সিয়াম আহমেদ
অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
ইমন সাহা, সঙ্গীত পরিচালক
কতো স্মৃতি… কতো আদর, ভালবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।
বুবলী, অভিনেত্রী
মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেন? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনর কোনও উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি। (দৈনিক ইত্তেফাক)