আজ-কালের মধ্যেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি : জিল্লু আহবায়ক মিল্টন ভুইয়া সদস্য সচিব

- প্রকাশের সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ৬৪ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির বিষয়ে সুনজর পড়েছে কেন্দ্রীয় বিএনপি’র। দীর্ঘ প্রতিষ্ঠার পর অবশেষে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি আসছে। দীর্ঘ এক যুগেরও অধিক সময়ের পর আজ-কালের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি’র আহবায়ক কমিটি। তবে এই কমিটি গঠিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তী তথা ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’। বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু উল্লেখিত কমিটির আহবায়ক এবং সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভুইয়া মিল্টন সদস্য সচিব মনোনীত হচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। কমিটির যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিয়ির সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ সহ আরো অনেকেই যুগ্ম আহবায়ক মনোনীত হচ্ছেন বওে সূত্র জানায়। তবে এই কমিটি কত সদস্য বিশিষ্ট হবে তা জানা যায়নি।
দীর্ঘ এক যুগেরও বেশী হতে চললো যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হচ্ছে না। বছরের পর বছর কমিটি গঠনের মূলা ঝুলেই আছে। ফলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সূত্র মতে, মূলত: বাংলাদেশের রাজনীতিতে বিএনপি’র দলীয় নেতা-কর্মীরা হামলা-মামলা, গুম, খুন, হয়রানী-নির্যাতনের শিকার হয়ে অনেকটাই কর্মকান্ডহীন। ঠিক তেমনি কমিটি না থাকায় চুপসে গেছে যুক্তরাষ্ট্র বিএনপি’র রাজনীতি। সেই সাথে প্রবাসে বিশেষ করে যুক্তরাষ্ট্রে দলীয় রাজনীতি ও কমিটির ব্যাপারে কেন্দ্রের উদাসীনতা, ষ্টেট কমিটির মাধ্যমে দলীয় রাজনীতি পরিচালনার সিদ্ধান্তে চরম হতাশা আর সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রবাসের দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, কয়েক বছর পূর্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে লন্ডনে ডেকে নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেন সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন) তারেক রহমান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই। এ নিয়ে নানা দেন-দরবারের মধ্যেই অঙ্গরাজ্য সমূহে সাংগঠনিক কমিটি জোরদারের পরিকল্পনা নেয়া হয়ে। সে আলোকে বেশ কটি অঙ্গরাজ্যে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। তার অধিকাংশই তেমন তৎপরতা দেখাতে সক্ষম না হওয়ায় ৫ রাজ্যে পূর্ণাঙ্গ/ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। তবে সাংগঠনিকভাবে তেমন তৎপরতা পরিলক্ষিত না হলেও মিশিগান, ইলিনয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পূর্ণাঙ্গ কমিটি এখনও বহাল রয়েছে।
জিল্লুর রহমান জিল্লু
স্থানীয় দলীয় সূত্র মতে, কমিটিবিহীন অবস্থায় নামে মাত্র চলছে যুক্তরাষ্ট্র বিএনপি’র রাজনীতি। আব্দুল লতিফ সম্রাট আর জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি কেন্দ্র কর্তৃক ভেঙ্গে দেয়ার পর আর নতুন কোন কমিটি দেয়া হয়নি কেন্দ্র থেকে। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি দাবীর পাশাপাশি দলের সর্বস্তরের নেতা-কর্মীরা বিভক্তভাবে দলীয় কর্মকান্ড পরিচালনা করলেও কার্যত: যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি ছাড়া না থাকায় নানা সমস্যা বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মাঝে।
এদিকে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হক মিলন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র সফরকালে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি নয়, কেন্দ্রের নির্দেশে ষ্টেট কমিটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিএনপি’র রাজনীতি পরিচালিত হবে। সেই লক্ষ্যে তিনি সেসময় যুক্তরাষ্ট্রের কয়েকটি ষ্টেট ভ্রমণ করে সেখানে কমিটিও গঠন করেন। এর চরম বিরোধীতা করেন দলের শীর্ষস্থানীয় নেতা সম্রাট-জিল্লু সহ ডা. মজিবুর রহমান মজুমদার, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ নেতা। অপরদিকে কেন্দ্রীয় নেতা মিলনের পক্ষে অবস্থান নেন শরাফত হোসেন বাবু, জসিম ভূঁইয়া সহ দলের অপরাংশের নেতা-কর্মীরা। তাদের বাঁধা-বিভক্তিতে অঙ্গরাজ্যগুলোর কমিটি গঠনের প্রক্রিয়াও আর আগায়নি। পরবর্তীতে এহসানুল হক মিলন আবার যুক্তরাষ্ট্র সফর করলেও কমিটি গঠনের ব্যাপারে কোন আগ্রহ দেখাননি।
মিজানুর রহমান ভুইয়া মিল্টন
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র সফরকালীন সময় কমিটি গঠনের ব্যাপারে কোন ভ‚মিকা রাখেননি। বরং তারা বলেছেন, বিষয়টি ‘ম্যাডাম’ দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তদারকি করছেন। দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলীয় নেতা-কর্মীদের ভ‚মিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র বিএনপিতে কমিটি দরকার।
অবশেষে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি আসছে। এই খবরে আমার আলো দেখছেন দলীয় নেতা-কর্মীরা। কমিটি যেভাবে যে নামেই হোক একটি কমিটি হচ্ছে এটাই বড় করে দেখছেন বিএনপির নেতা-কর্মীরা। কেউ কেউ বলছেন ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’। আবার কেউ বলছেন, আগে একটি কমিটি হোক, এতে সাংগঠনিকভাবে দলের কর্মকান্ড চাঙ্গা হবে এটাই বড় কথা।
এব্যাপারে জিল্লুর রহমান জিল্লুর সাথে রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি কেন্দ্র থেকে কমিটি আসছে। দীর্ঘদিন পর কমিটি হচ্ছে এটাই বড় কথা, আশার কথা।
মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কমিটি চাচ্ছি। দলীয় নেতা-কর্মীদের দাবীতে কেন্দ্র কমিটি ঘোষণা দেবে বলে শুনেছি। এতে আমরা আশাবাদী। তবে কমিটি না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।
আরো উল্লেখ্য, কয়েক বছর পূর্বে কেন্দ্র কর্তৃক যুক্তরাষ্ট্র বিএনপি’র ৫ অঙ্গরাজ্যের কমিটি অনুমোদিত হয়। ফ্লোরিডা, জর্জিয়া, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড এবং কানেকটিকাট অঙ্গরাজ্য শাখার অনুমোদন আসায় সংশ্লিস্ট শাখাগুলোর দলীয় নেতা-কর্মীদৈর মধ্যে স্বস্তি ফিরে আসে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষরিত পত্রে জর্জিয়া রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি এবং অপর ৪ অঙ্গরাজ্যের আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। (বাংলা পত্রিকা)