করোনায় বায়তুল জান্নাহ জামে মসজিদের সেক্রেটারী আবদুর রহিমের ইন্তেকাল

- প্রকাশের সময় : ১১:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ৮৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, ব্রæকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারী আবদুর রহিম (৬১) মহামারী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। স্থানীয় মাইমুনাইডিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, টুইন ২ মেয়ে সহ অনেক আতœীয়-স্বজন রেখে গেছেন। তার দেশের বাড়ী চট্টগ্রামের সন্ধীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে। খবর ইউএনএ’র।
জানা গেছে, ব্রæকলীনে বসবাসকারী আবদুর রহিম দীর্ঘদিন ধরে কিডনী সমস্যা ছাড়াও ডায়াবেটিস রোগ সহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক চিকিৎসার জন্য হাসাপাতালে গেলে তার কভিড ১৯ পজেটিভ পাওয়া যায়। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যেই তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।