সাপ্তাহিক ঠিকানা’র ৩২তম বর্ষে পদার্পণ

- প্রকাশের সময় : ০৯:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৪১ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক ‘ঠিকানা’ সাফল্যের ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি আগে ১৯৯০ সালে মহান একুশে ফেব্রæয়ারীতে ঠিকানার জন্ম। জন্মদিন উপলক্ষে প্রতিবছরই ঠিকানা বর্ধিত কলেবরে ও আকর্ষণীয় রূপে প্রকাশিত হয়। মহামারি করোনার ভয়াল তাÐবনৃত্যের মধ্যেও ঠিকানা তার সেই ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে। ৩২তম বছরে পদার্পণের শুভমুহূর্তে প্রবাসের প্রায় ৭২ জন নবীন-প্রবীণ লেখকদের মূল্যবান লেখা নিয়ে ১৭ ফেব্রæয়ারী বুধবার বের হয়েছে বিশেষ ক্রোড়পত্রসহ ১৪৪ পৃষ্ঠার ঠিকানা। পত্রিকাটি এখন বাজারে।
পাঠকসহ সর্বশ্রেণির মানুষের অফুরন্ত ভালোবাসা ও পৃষ্ঠপোষকতায় ঠিকানা আজ এত দূর পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে। এ জন্য পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে ঠিকানা কর্তৃপক্ষ। পথচলার আগামী দিনগুলোতেও সবার ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঠিকানার প্রত্যাশা। -প্রেস বিজ্ঞপ্তি।