বিজ্ঞাপন :
টিবিএন২৪ চ্যানেলের ৮টার সংবাদ আপাতত: বন্ধ
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০১৫
- / ৬৯০ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন২৪ চ্যানেলের ৮টার সংবাদ আপাতত: বন্ধ থাকবে বলে টিবিএন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। গত ১ মার্চ রোববার টিবিএন২৪ চ্যানেলের ঘোষণায় বলা হয়: প্রতিদিনের রাত ৮টার (নিউইয়র্ক সময়) খবর বর্ধিত কলেবরে আরো সমৃদ্ধ করে আগামী ২৬ মার্চ থেকে সম্প্রচার করা হবে। উল্লেখ্য, সম্প্রচারের প্রায় এক বছরের মাথায় গত ২১ ফেব্রুয়ারী থেকে টিবিএন২৪ চ্যানেল প্রতিদিন রাত ৮টায় নৈশকালীন সংবাদ ‘প্রাইম টাইম নিউজ’ শিরোনামে খবর প্রচার শুরু করেছিলো।
Tag :