নিউইয়র্ক ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তুষারঝড়ে নিউইয়র্ক, নিউজার্সীসহ ৮ রাজ্যের জনজীবন বিপর্যন্ত : জেএফকে ও লাগোর্ডিয়াসহ কয়েকটি রাজ্যে বিমানের ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ৫৯ বার পঠিত

A woman walks in Central Park during a winter storm on February 1, 2021 in New York City. - A powerful winter storm is set to dump feet of snow along a stretch of the US east coast including New York City on February 1, 2021, after blanketing the nation's capital. The National Weather Service issued storm warnings from Virginia to Maine -- a swathe home to tens of millions of people -- and forecast snowfall of 18 to 24 inches (45-60 centimeters) in southern New York, northeastern New Jersey and parts of southwest Connecticut. (Photo by TIMOTHY A. CLARY / AFP) (Photo by TIMOTHY A. CLARY/AFP via Getty Images)

হককথা ডেস্ক: প্রচন্ড শৈত প্রবাহ আর তুষারঝড়ে নিউইয়র্ক, নিউজার্সীসহ যুক্তরাষ্ট্রের ৮ রাজ্যের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। জেএফকে ও লাগোর্ডিয়াসহ কয়েকটি রাজ্যে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্কে।
নিউইয়র্কের টাইম টেলিভিশন-এর খবরে বলা হয়: স্মরণকালের হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের ৮ কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। নিউইয়র্কের মেয়র বিল ডি বøাজিয়ো সিটিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে মঙ্গলবার (২ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত কাউকে গাড়ি নিয়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়েছেন। তুষারে লÐভÐ হয়ে পড়া স্টেটগুলোর অধিকাংশ এলাকায় করোনা টিকা প্রদানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুলের ইনপার্সন ক্লাস। এই ঝড়কে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন মেয়র বøাজিও। এজন্য সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত আটটি স্টেটের কোন কোন এলাকায় ১ থেকে ২ ফুট পর্যন্ত বরফ জমেছে। জরুরী সেবায় নিয়োজিত সংস্থাগুলো রাস্তা পরিস্কার রাখতে জোর তৎপরতা চালাচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতেও দেখা যাচ্ছেনা। সরকারি সেবা সংস্থার পাশাপাশি বাড়ির মালিকরাও ফুটপাত পরিস্কার রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে, ট্রেইন লাইনে বরফ জমে থাকায় গ্রাউন্ড ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, পতাল ট্রেন নিয়মিত শিডিউলেই চলাচল করছে।
এদিকে, নিউইয়র্কের পার্শবর্তী রাজ্য নিউজার্সিতেও জরুরী অবস্থা জারি করেছেন গভর্নর ফিল মারফি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জরুরী সেবা সংস্থাগুলোকে। আটলানটিক সিটি রেল লাইন বাদে সবগুলো ট্রানজিট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোন কোন জায়গায় এক ফুটের ওপরে তুষার জমেছে। এদিকে, নিউজার্সি স্টেট পুলিশের কর্ণেল প্যাট্রিক ক্যালাহান জানিয়েছেন, রাজপথ ও বাইরে বের হওয়া নাগরিকদের সহায়তা করতে প্রস্তুত রয়েছেন তারা। যে কোন প্রয়োজনে জরুরী নম্বরে কল দিতে বলেছেন তিনি।
অপরদিকে ভারি তুষার ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে নিউইয়র্কের সবগুলো বিমানবন্দর। উঠা নামা করছেনা জাতীয় ও আন্তর্জাকিত কোন কোন বিমান। রানওয়েতে বরফ জমে থাকার কারণে বাতিল করা হয়েছে নিউইয়র্কের জেএফকে, লাগোর্ডিয়া ও নিউজার্সির নিউয়ার্ক বিমান বন্দরের সবগুলো ফ্লাইট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও পেন্সিলভেনিয়াসহ অন্যান্য রাজ্যেও ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। এদিকে, ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্লাইট চালুর আশায় অনেকে বিমানবন্দরে বসে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ ভিন্ন বিমানে টিকেট কেটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছেনা তাদের। তাই বাধ্য হয়ে ঘরে ফিরছেন বিমানের যাত্রীরা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তুষারঝড়ে নিউইয়র্ক, নিউজার্সীসহ ৮ রাজ্যের জনজীবন বিপর্যন্ত : জেএফকে ও লাগোর্ডিয়াসহ কয়েকটি রাজ্যে বিমানের ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের সময় : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

হককথা ডেস্ক: প্রচন্ড শৈত প্রবাহ আর তুষারঝড়ে নিউইয়র্ক, নিউজার্সীসহ যুক্তরাষ্ট্রের ৮ রাজ্যের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। জেএফকে ও লাগোর্ডিয়াসহ কয়েকটি রাজ্যে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্কে।
নিউইয়র্কের টাইম টেলিভিশন-এর খবরে বলা হয়: স্মরণকালের হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের ৮ কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। নিউইয়র্কের মেয়র বিল ডি বøাজিয়ো সিটিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে মঙ্গলবার (২ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত কাউকে গাড়ি নিয়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়েছেন। তুষারে লÐভÐ হয়ে পড়া স্টেটগুলোর অধিকাংশ এলাকায় করোনা টিকা প্রদানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুলের ইনপার্সন ক্লাস। এই ঝড়কে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন মেয়র বøাজিও। এজন্য সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত আটটি স্টেটের কোন কোন এলাকায় ১ থেকে ২ ফুট পর্যন্ত বরফ জমেছে। জরুরী সেবায় নিয়োজিত সংস্থাগুলো রাস্তা পরিস্কার রাখতে জোর তৎপরতা চালাচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতেও দেখা যাচ্ছেনা। সরকারি সেবা সংস্থার পাশাপাশি বাড়ির মালিকরাও ফুটপাত পরিস্কার রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে, ট্রেইন লাইনে বরফ জমে থাকায় গ্রাউন্ড ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, পতাল ট্রেন নিয়মিত শিডিউলেই চলাচল করছে।
এদিকে, নিউইয়র্কের পার্শবর্তী রাজ্য নিউজার্সিতেও জরুরী অবস্থা জারি করেছেন গভর্নর ফিল মারফি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জরুরী সেবা সংস্থাগুলোকে। আটলানটিক সিটি রেল লাইন বাদে সবগুলো ট্রানজিট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোন কোন জায়গায় এক ফুটের ওপরে তুষার জমেছে। এদিকে, নিউজার্সি স্টেট পুলিশের কর্ণেল প্যাট্রিক ক্যালাহান জানিয়েছেন, রাজপথ ও বাইরে বের হওয়া নাগরিকদের সহায়তা করতে প্রস্তুত রয়েছেন তারা। যে কোন প্রয়োজনে জরুরী নম্বরে কল দিতে বলেছেন তিনি।
অপরদিকে ভারি তুষার ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে নিউইয়র্কের সবগুলো বিমানবন্দর। উঠা নামা করছেনা জাতীয় ও আন্তর্জাকিত কোন কোন বিমান। রানওয়েতে বরফ জমে থাকার কারণে বাতিল করা হয়েছে নিউইয়র্কের জেএফকে, লাগোর্ডিয়া ও নিউজার্সির নিউয়ার্ক বিমান বন্দরের সবগুলো ফ্লাইট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও পেন্সিলভেনিয়াসহ অন্যান্য রাজ্যেও ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। এদিকে, ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্লাইট চালুর আশায় অনেকে বিমানবন্দরে বসে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ ভিন্ন বিমানে টিকেট কেটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছেনা তাদের। তাই বাধ্য হয়ে ঘরে ফিরছেন বিমানের যাত্রীরা।