আব্দুল মান্নান এমপি’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ০১:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১১১ বার পঠিত
নিউইয়ক (ইউএনএ): বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এমপির প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ভর্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে রোববার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় মরহুম আব্দুল মান্নান এমপি স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি (আব্দুল মান্নান) ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শের একজন খাঁটি, ত্যাগী ও মেধানির্ভর সজ্জন এবং সফল রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও জনদরদী নেতাকে হারিয়েছে। আওয়ামী লীগ হারিয়েছে ত্যাগী নেতা। তার রাজনৈতিক আদর্শ আর কর্মকান্ড নতুন প্রজন্মকে পথ দেখাবে। তাকে স্মরণ রাখতে হলে তার পথ অনুস্মরণ করতে হবে। বক্তারা মরহুম মান্নানের বিদেহী আতœার শান্তি কামনায় সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন যেন পরকালে তাকে বেহশত নছিব করা হয়। খবর ইউএনএ’র।
মরহুম আব্দুল মান্নান এমপি
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের বায়তুল ইসলাম জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ রহমতউল্লাহ মজিদী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এসময় তিনি মরহুম আব্দুল মান্নান-কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সংক্ষেপে তার জীবনী তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এরপর দলীয় নেতা-কর্মীরা তাকে স্মরণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আলোচনায় ড. জামিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ খান, কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দীন আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রযুক্তিবিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমি, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, নিউজার্সী ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, পেন্সিলভেনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বোষ্টন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব, ক্যালোফোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রবি আলম, সাংগঠনিক সম্পাদক কাজল, জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের, সহ-সভাপতি শেখ জামাল, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম শাহাজান, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস প্রমুখ অংশ নেন।
এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড.এ জয়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ লীগ নেতা এবাদুল হক এবাদ, সৈয়দ গোলাম কিবরিয়া জামান, কামাল হোসেন রাকিব, সাইফুল আলম, গাজী ওহিদুজ্জামান লিটন, শামীম আলামিন, সালাউদ্দিন বিপ্লব, মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, মোঃ শহিদুল ইসলাম, ছদর উদদীন আহমেদ, মোহাম্মদ জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ শাকিল রহমান, নাজিম উদ্দীন সরকার প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।