এফবি টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- প্রকাশের সময় : ১০:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ৭৯ বার পঠিত
ফ্লোরিডা: প্রত্যাশা পূরণে অনেকটা পথ পাড়ি দিয়েছে এফবি টিভি। সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আগামীতে আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার টেলিভিশন-এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন বিশিষ্টজনেরা। এফবি টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারী সোমবার ফ্লোরিডা ও নিউইয়র্ক সময় রাত ১০টায় একটি ভার্চুয়াল অনুষ্ঠান হয়। “আলোর ঝর্ণাধারা” নামে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল এফবি টিভি। বর্ষপূর্তির অনুষ্ঠানে এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে আজীবন সম্মাননা জানানো হয়। স্বাধীনতার ৫০ বছরকে সামনে রেখে দেয়া এই সম্মাননায় আপ্লুত হন দুই শিল্পী। তারা ভিডিও বার্তায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গৌরবের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে সবাইকে সবসময় সংক্রিয় থেকে কাজ করে যেতে হবে। আজীবন সম্মাননা ছাড়াও এফবি টিভি সম্মাননা জানানো হয় কয়েকটি প্রতিষ্ঠান ও বিশিষ্টজনদেরকে।
টেলিভিশনের সিইও টিটন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক আওলাদ হাওলাদার। এফবি টিভির এডিটর ইন চীফ ও লেখক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শহীদ হাসান, পাপ্পু আহমেদ এবং লাবনি। আবৃত্তি করেন লুৎফুন নাহার লতা ও গোপন সাহা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে বিশিষ্টজনেরা এসময় এফবি টিভির পথচলায় শুভকামনা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী শ ম রেজাউল করিম এফবি টিভিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরবে এই টেলিভিশন। বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা।
বাংলাদেশের অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যাণে নানা ধরণের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ২ শতাংশ হারে প্রণোদনা দিয়েছে এই সরকার। সেই সাথে প্রবাসীরা যেনো বাংলাদেশে বিনিয়োগ করতে পারে তার জন্যে নানান সুযোগ দেয়া হয়েছে।’
পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারীরা স্বদেশের প্রতি যে গভীর মমতা ও ভালোবাসা দেখান, অন্য ভূখন্ডে থেকেও দেশকে যেভাবে তুলে ধরেন, তার ভূঁয়সি প্রশংসা করেন মন্ত্রী। সেই সাথে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই শুভলগ্নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল একটি জাতি।’
অনুষ্ঠানে এফবি টিভি সম্মাননা পাওয়াদের নাম ঘোষণা করা হয়। নিউইয়র্ক থেকে সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী লুৎফুন নাহার লতা, আবৃত্তি শিল্পী গোপন সাহা, শিক্ষাবিদ অধ্যক্ষ রানা আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মুহাম্মদ আলী বাবুল, অভিবাসন ও ট্যাক্স বিশেষজ্ঞ মিয়া জাকির, সাংবাদিক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট তোফাজ্জল লিটন, সঙ্গীত শিল্পী তামি যাকারিয়া এবং সাকসেস মাল্টিপারপাস অ্যান্ড ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সিইও মো. আকতারোজ জামান।
ফ্লোরিডার বয়নটন বিচ সিটির মেয়র স্টিভেন গ্র্যান্ট ও ব্রওয়ার্ড কাউন্টির মেয়র ডেল হলনেসকে সম্মাননা জানানো হয়। এছাড়া ফ্লোরিডা থেকে আরও সম্মাননা পেয়েছেন ডা. সেজান মাহমুদ, ডা. সালাহউদ্দিন আহমেদ, খতিব আব্দুল হাকিম আজাদী, ড. নেছার ইউ আহম্মেদ জুনায়েদ আক্তার, আতিকুর রহমান, ক্যাথরিনা কেয়া রোজারিও, রায়হান আহমেদ, সৈয়দ মঈনুদ্দিন আহম্মেদ, নাঈম খান, ইমন করিম, আওয়াল দয়ান, এমরান জনি, আরশাদ আলী, রুবি আওলাদ, আমিরুল ইসলাম বাবুল, মিথাড খান, শাহীন সুমন বিশ্বাস, ফুয়াদ জালাল, মঞ্জু আমিন, মঈনুল ইসলাম এবং সোনিয়া মান্নান। ঢাকা থেকে সম্মাননা পেয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী সাবেক ফুটবলার ও সংগঠক আাব্দুল গাফফার এবং রক্সি মাহমুদ। কানাডার মন্ট্রিয়ল থেকে সঙ্গীত শিল্পী পাপ্পু আহমেদ, সাবেক ফুটবলার মামুন জোয়ার্দারকে এফবি টিভি সম্মাননা দেয়া হয়।
বিশেষ ভূমিকার কারণে এবার সম্মাননা দেয়া হয় ফেসবুককেন্দ্রিক প্লাটফর্ম ক্লাব ৯৪ ইউএসকে। এছাড়া এফবি টিভিকে পৃষ্ঠোপোষকতা করার জন্যে নেপা হোলসেল, মায়ামি কে ডিসট্রিবিউটর, জে অ্যান্ড পি, আরশাদ আলী রিয়েলটি, এসসিটি ক্যামেরা, নিরালা সুইটস এবং রয়েল ফার্মেসিকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।