নিউইয়র্ক ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১২ ফেব্রæয়ারী থেকে ট্যাক্স ফাইল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / ৪০ বার পঠিত

প্রফেসর এহতেশামুল হক: ২০২১ সালের ট্যাক্স ফাইল শুরু হবে আগামী ১২ ফেব্রæয়ারী শুক্রবার থেকে। গত শুক্রবার এমন তথ্য জানা গেছে আইআর এস এর ওয়েবসাইট থেকে। এই দিন থেকেই ট্যাক্সদাতারা এবং ট্যাক্সফাইলিং প্রতিস্টানগুলো ব্যক্তিগত রিটার্ন দাখিল করতে শুরু করবেন। আইআরএস জানিয়েছে গত বছর দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ বা ইকোনমিক ইমপ্যাক্ট পেমেন্ট সহ অন্যান্য আর্থিক সুবিধা দেয়ার কারনে ২৭ ডিসেম্বর ২০২০ আইআরএস ট্যাক্স আইনে কিছু পরিবর্তন এনেছে। যে কারনে ট্যাক্স ফাইলিং কার্যক্রম শুরু করতে এবার দেরী হয়েছে। এমন তথ্য দিয়ে আইআরএস জানিয়েছে তাদের কম্পিউটার সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। আপডেট করা হয়েছে আগের ডাটা। ট্যাক্স রিটার্ন যারা করবেন তারা যাতে বিড়ম্বনায় না পড়েন তাদের রিটার্ন পেতে যাতে দেরী না হয় সে লক্ষে অনেক পরিবর্তন আনা হয়েছে। আইআরএস এর তথ্যবাতায়ন থেকে আরো জানা গেছে পরিবর্তন আনা হয়েছে আইনে আর সে আইনে যারা স্টিমুলাস চেক পাননি তারা রিকোভারী রিবেট ক্রেডিট হিসেবে তাদের ২০২০ সালের ট্যাক্স রিটার্নের সাথে সেই অর্থ পাবেন।
দ্রæত রিটার্ন পাওয়ার জন্য আইআরএস ইলেকট্রনিক পদ্বতিতে ট্যাক্স রিটার্ন করার জন্য অনুরোধ জানিয়েছে। যাতে সব কিছু ঠিক থাকে এবং আইাারএস ফাইল জমাদানকারীকে ডাইরেক্ট ডিপোজিট করতে পারে সরাসরি একাউন্টে। ১২ ফেব্রæয়ারীর আগে ট্যাক্স ফাইল জমা দিলে তা গ্রহনযোগ্য হবেনা তবে সংশ্লিস্টরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আইআরএস কমিশনার চাক রেটিগ বলেছেন ইকোনমিক ইমপেক্ট পেমেন্ট যথাযথভাবে ও সময়মত আমেরিকানদের কাছে পৌছে দিতে ইতিমধ্যে আইআরএস বা কেন্দ্রীয় রাজস্ব বিভাগ প্রশংসিত হয়েছে। পনেডামিকের সময় ট্যাক্স রিটার্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা বদ্বপরিকর। তিনি আরো জানান গত বছর গড়ে পরিবার প্রতি ২৫০০ ডলার ট্যাক্স রিফান্ড দেয়া হয়। এ বছর ১ কোটি মানুষ ট্যাক্স রিটার্ন করবে বলে তিনি আশা করেন। ট্যাক্স কমিশনার উল্লেখ করেন যে পাথ অ্যাক্ট অনুযায়ী তারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এর অর্থ ইস্যু করতে পারবেননা মধ্য ফেব্রæয়ারীর আগে। তবে মার্চের প্রথম সপ্তাহে ইলেক্টট্রনিক পদ্বতিতে রিটার্ন জমাদানকারীরা রিটার্ন জমা পাওয়ার আশা করছেন। এবারও ট্যাক্স ফাইলে ভুল তথ্য প্রদান কিংবা জালিয়াতি না করার জন্য হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে আইআরএস এর পক্ষ থেকে। ভুলে অন্যের স্টিমুলাসের টাকা একাউন্টে জমা হলে তা ফেরত দেয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে আইআরএস রিটার্ন জমাদানকারীরা কবে টাকা পাবেন সেটি জানার জন্য ট্যাক্স ফাইল জমাদানীকারীদের জন্য সুযোগ রেখেছে। হোয়ারস মাই রিফান্ড এ ক্লিক করে সংশ্লিস্টরা তা জানতে পারবেন। তবে তাদেরকে আইআরএসডট গভ ওয়েবসাইটে যেতে হবে। আইআরএস আগেই জানিয়েছে স্টিমুলাস এর উপর কোন কর ধার্য্য করা হবেনা। দুই দফা যারা স্টিমুলাস এর অর্থ পেয়েছেন তাদেরকে এই অর্তের জন্য কোন ট্যাক্স দিতে হবেনা।
ট্যাক্স ফাইলিং এর শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল। রাত ১১টা ৫৯ মিনিট। বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রফেসার এহতেশামুল হক, সাউথইস্ট ইউএসএ গ্রæপ ইনক। ফোন ৯১৭-৫৬৬-১৬১২।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১২ ফেব্রæয়ারী থেকে ট্যাক্স ফাইল

প্রকাশের সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

প্রফেসর এহতেশামুল হক: ২০২১ সালের ট্যাক্স ফাইল শুরু হবে আগামী ১২ ফেব্রæয়ারী শুক্রবার থেকে। গত শুক্রবার এমন তথ্য জানা গেছে আইআর এস এর ওয়েবসাইট থেকে। এই দিন থেকেই ট্যাক্সদাতারা এবং ট্যাক্সফাইলিং প্রতিস্টানগুলো ব্যক্তিগত রিটার্ন দাখিল করতে শুরু করবেন। আইআরএস জানিয়েছে গত বছর দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ বা ইকোনমিক ইমপ্যাক্ট পেমেন্ট সহ অন্যান্য আর্থিক সুবিধা দেয়ার কারনে ২৭ ডিসেম্বর ২০২০ আইআরএস ট্যাক্স আইনে কিছু পরিবর্তন এনেছে। যে কারনে ট্যাক্স ফাইলিং কার্যক্রম শুরু করতে এবার দেরী হয়েছে। এমন তথ্য দিয়ে আইআরএস জানিয়েছে তাদের কম্পিউটার সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। আপডেট করা হয়েছে আগের ডাটা। ট্যাক্স রিটার্ন যারা করবেন তারা যাতে বিড়ম্বনায় না পড়েন তাদের রিটার্ন পেতে যাতে দেরী না হয় সে লক্ষে অনেক পরিবর্তন আনা হয়েছে। আইআরএস এর তথ্যবাতায়ন থেকে আরো জানা গেছে পরিবর্তন আনা হয়েছে আইনে আর সে আইনে যারা স্টিমুলাস চেক পাননি তারা রিকোভারী রিবেট ক্রেডিট হিসেবে তাদের ২০২০ সালের ট্যাক্স রিটার্নের সাথে সেই অর্থ পাবেন।
দ্রæত রিটার্ন পাওয়ার জন্য আইআরএস ইলেকট্রনিক পদ্বতিতে ট্যাক্স রিটার্ন করার জন্য অনুরোধ জানিয়েছে। যাতে সব কিছু ঠিক থাকে এবং আইাারএস ফাইল জমাদানকারীকে ডাইরেক্ট ডিপোজিট করতে পারে সরাসরি একাউন্টে। ১২ ফেব্রæয়ারীর আগে ট্যাক্স ফাইল জমা দিলে তা গ্রহনযোগ্য হবেনা তবে সংশ্লিস্টরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আইআরএস কমিশনার চাক রেটিগ বলেছেন ইকোনমিক ইমপেক্ট পেমেন্ট যথাযথভাবে ও সময়মত আমেরিকানদের কাছে পৌছে দিতে ইতিমধ্যে আইআরএস বা কেন্দ্রীয় রাজস্ব বিভাগ প্রশংসিত হয়েছে। পনেডামিকের সময় ট্যাক্স রিটার্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা বদ্বপরিকর। তিনি আরো জানান গত বছর গড়ে পরিবার প্রতি ২৫০০ ডলার ট্যাক্স রিফান্ড দেয়া হয়। এ বছর ১ কোটি মানুষ ট্যাক্স রিটার্ন করবে বলে তিনি আশা করেন। ট্যাক্স কমিশনার উল্লেখ করেন যে পাথ অ্যাক্ট অনুযায়ী তারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এর অর্থ ইস্যু করতে পারবেননা মধ্য ফেব্রæয়ারীর আগে। তবে মার্চের প্রথম সপ্তাহে ইলেক্টট্রনিক পদ্বতিতে রিটার্ন জমাদানকারীরা রিটার্ন জমা পাওয়ার আশা করছেন। এবারও ট্যাক্স ফাইলে ভুল তথ্য প্রদান কিংবা জালিয়াতি না করার জন্য হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে আইআরএস এর পক্ষ থেকে। ভুলে অন্যের স্টিমুলাসের টাকা একাউন্টে জমা হলে তা ফেরত দেয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে আইআরএস রিটার্ন জমাদানকারীরা কবে টাকা পাবেন সেটি জানার জন্য ট্যাক্স ফাইল জমাদানীকারীদের জন্য সুযোগ রেখেছে। হোয়ারস মাই রিফান্ড এ ক্লিক করে সংশ্লিস্টরা তা জানতে পারবেন। তবে তাদেরকে আইআরএসডট গভ ওয়েবসাইটে যেতে হবে। আইআরএস আগেই জানিয়েছে স্টিমুলাস এর উপর কোন কর ধার্য্য করা হবেনা। দুই দফা যারা স্টিমুলাস এর অর্থ পেয়েছেন তাদেরকে এই অর্তের জন্য কোন ট্যাক্স দিতে হবেনা।
ট্যাক্স ফাইলিং এর শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল। রাত ১১টা ৫৯ মিনিট। বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রফেসার এহতেশামুল হক, সাউথইস্ট ইউএসএ গ্রæপ ইনক। ফোন ৯১৭-৫৬৬-১৬১২।