হাসান ফেরদৌস ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০’ এর জন্য মনোনীত
- প্রকাশের সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৮০ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্কের বিশিষ্ট কলামিষ্ট, লেখক, প্রাবন্ধিক, সুবক্তা ও আলোচক হাসান ফেরদৌস ঢাকাস্থ বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০’ এর জন্য মনোনীত হয়েছেন।
বাংলা একাডেমির পরিচালক (জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ) অপরেশ কুমার ব্যানার্জী প্রেরীত মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার লেখকের হাতে তুলে দেওয়া হবে।
লেখক হাসান ফেরদৌস ১৯৮৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা, বসবাস নিউইয়র্ক। কাজ করছেন জাতিসংঘের সদর দপ্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন, স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইউক্রেনের কিয়েভ বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকায় সাংবাদিক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দৈনিক সংবাদ, ঢাকা কুরিয়ার ও সচিত্র সন্ধানী পত্রিকায়। কলাম লিখেছেন বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টুডে, সানডে স্টার, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত ইংরেজি মাসিক ভয়েস অব বাংলাদেশ সম্পাদনা করেছেন কয়েক বছর।
নিউইয়র্ক প্রবাসী মননশীল লেখক হাসান ফেরদৌস দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। তিনি ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি এবং কলামিস্ট। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে- নান্দনিক নৈতিকতা ও অন্যান্য প্রসঙ্গ, ১৯৭১: বন্ধুর মুখ শত্রæর ছায়া, যুদ্ধের আড়ালে যুদ্ধ, নক্ষত্র পুত্র, ছয় জাদুকর, নিউইয়র্কের খেরোখাতা, ‘রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট’, একাত্তর, যেখান থেকে শুরু’, দৃশ্য কাব্য, অনেক কথা অল্পকথায়, ‘নাগরিক সময় ও প্রাসঙ্গিক চিন্তা’, অন্য সময় অন্য পৃথিবী, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা, ‘পিকাসোর তিন রমণী: গাটরুর্ড স্টাইল, মারি-তেরেস ও জেনেভিয়েভ’, বৃষ্টি প্রভৃতি। এছাড়াও বিদেশি কবিতার অনুবাদ-সংকলন বৃষ্টিকে নিয়ে রূপকথা এবং ছোটদের জন্য অনুবাদগ্রন্থ নক্ষত্র-পুত্র।
লেখক হাসান ফেরদৌস বাংলা একাডেমি প্রবর্তিত ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০’ এর জন্য মনোনীত প্রবাসের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন মহল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। অভিভন্দন জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন: সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিক ড. সিদ্দিকুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল প্রমুখ।
এছাড়াও হককথা’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে লেখক হাসান ফেরদৌস-এর দীর্ঘায়ু কামনা করেছেন সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ।