নিউইয়র্ক ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৪ জানুয়ারী : ইতিহাসের এই দিনে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ৭৭ বার পঠিত

হককথা ডেস্ক: আজ ১৪ জানুয়ারী, ২০২১, বৃহস্পতিবার। ৩০ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪তম দিন। ২০০০ সালের এই দিনে বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদন্ড প্রদান করেন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫১৪- দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।
১৬৩৯- যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।
১৮১৪- ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।
১৮৫৮- নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।
১৯০৭- জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
১৯২৯- আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।
১৯৪৩- মরক্কোর ক্লাসাবøাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।
১৯৬৯- পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।
১৯৬৯- ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।
১৯৭৫- চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।
১৯৮০- জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।
১৯৯১- ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদ সহ অপর তিন নেতা।
১৯৯৮- যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।
২০০০- বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদন্ড প্রদান করেন।
২০০৫- শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।
২০০৮- নাসার পাঠানো ম্যাসেঞ্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।

জন্ম:
১৫৫১- মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল জন্মগ্রহণ করেন।
১৮৭৫- ফরাসি খ্যাতিমান চিকিৎসক এবং সঙ্গীতবিদ আলবার্ট সোয়েৎজার জন্মগ্রহণ করেছিলেন।
১৯০৩- ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায় জন্মগ্রহণ করেন।
১৯২৫- জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার জন্ম।
১৯২৬- লেখিকা মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন।
১৯২৯- সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্র জন্মগ্রহণ করেন।
১৯৫১- লেখক রাজিব হুমায়ুন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৭৪২- ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ এডমুন্ড হ্যালি মৃত্যুবরণ করেন।
১৭৫৩- আইরিশ দার্শনিক জর্জ বার্কলি মৃত্যুবরণ করেন।
১৮৯৮- লেখক গণিতজ্ঞ লুই ক্যারল মৃত্যুবরণ করেন।
১৯৫৪- ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি মৃত্যুবরণ করেন।
১৯৭১- প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৭৮- আমেরিকান যুক্তিবিদ, গণিতবিদ কুর্ট গ্যডল মৃত্যুবরণ করেন।
২০০৮- প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক সেলিম আল দীন মৃত্যুবরণ করেন।

দিবস:
পতাকা দিবস (জর্জিয়া),
বিপ্লব ও যুব দিবস (তিউনেসিয়া),
মাতৃভূমির প্রতিরক্ষা দিবস (উজবেকিস্তান),
জাতীয় বন সংরক্ষণ দিবস (থাইল্যান্ড)।
(সূত্র: দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১৪ জানুয়ারী : ইতিহাসের এই দিনে

প্রকাশের সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

হককথা ডেস্ক: আজ ১৪ জানুয়ারী, ২০২১, বৃহস্পতিবার। ৩০ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪তম দিন। ২০০০ সালের এই দিনে বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদন্ড প্রদান করেন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫১৪- দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।
১৬৩৯- যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।
১৮১৪- ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।
১৮৫৮- নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।
১৯০৭- জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
১৯২৯- আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।
১৯৪৩- মরক্কোর ক্লাসাবøাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।
১৯৬৯- পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।
১৯৬৯- ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।
১৯৭৫- চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।
১৯৮০- জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।
১৯৯১- ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদ সহ অপর তিন নেতা।
১৯৯৮- যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।
২০০০- বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদন্ড প্রদান করেন।
২০০৫- শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।
২০০৮- নাসার পাঠানো ম্যাসেঞ্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।

জন্ম:
১৫৫১- মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল জন্মগ্রহণ করেন।
১৮৭৫- ফরাসি খ্যাতিমান চিকিৎসক এবং সঙ্গীতবিদ আলবার্ট সোয়েৎজার জন্মগ্রহণ করেছিলেন।
১৯০৩- ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায় জন্মগ্রহণ করেন।
১৯২৫- জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার জন্ম।
১৯২৬- লেখিকা মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন।
১৯২৯- সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্র জন্মগ্রহণ করেন।
১৯৫১- লেখক রাজিব হুমায়ুন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৭৪২- ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ এডমুন্ড হ্যালি মৃত্যুবরণ করেন।
১৭৫৩- আইরিশ দার্শনিক জর্জ বার্কলি মৃত্যুবরণ করেন।
১৮৯৮- লেখক গণিতজ্ঞ লুই ক্যারল মৃত্যুবরণ করেন।
১৯৫৪- ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি মৃত্যুবরণ করেন।
১৯৭১- প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৭৮- আমেরিকান যুক্তিবিদ, গণিতবিদ কুর্ট গ্যডল মৃত্যুবরণ করেন।
২০০৮- প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক সেলিম আল দীন মৃত্যুবরণ করেন।

দিবস:
পতাকা দিবস (জর্জিয়া),
বিপ্লব ও যুব দিবস (তিউনেসিয়া),
মাতৃভূমির প্রতিরক্ষা দিবস (উজবেকিস্তান),
জাতীয় বন সংরক্ষণ দিবস (থাইল্যান্ড)।
(সূত্র: দৈনিক যুগান্তর)