নিউইয়র্ক ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রবাসের বিশিষ্ট লেখক নূরুল ইসলামের ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ৮৩ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের বিশিষ্ট লেখক ও কবি আলহাজ নূরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রোববার (১০ জানুয়ারী) তিনি রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন সিটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী নুরুল ইসলাম ব্যক্তিগত জীবনে সদালাপী, বন্ধুবৎসল ও ধর্মপরায়ণ মানুষ ছিলেন। খবর ইউএনএ’র।
অবসর জীবনে তিনি স্ত্রী ও সন্তান-সন্ততি সহ পেটারসন শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মরহুম নূরুল ইসলামের নামাজে জানাজা মঙ্গলবার (১২ জানুয়ারী) বাদ জোহর পেটারসন সিটির ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সীতে (জালালাবাদ মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রফেসর অধ্যাপক সিরাজুল হক ও এবিএম সালেউদ্দীনের সাথে লেখক-কবি নূরুল ইসলাম (সর্ববায়ে)
লেখক-কবি আলহাজ নূরুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের এক সম্ভ্রান্ম মুসলিম পরিবারে ১৯৪০ সালের এপ্রিল মাসে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মওলানা মোহাম্মদ ওয়াতির এবং মাতার নাম কাজী সিরাজুন্নেসা খাতুন। মাত্র ১৮ বছর বয়সে তিনি মা-বাবা ও ভায়ের সাথে পবিত্র হজ্জ পালন করেন। জ্ঞান অন্বেষণে তিি প্রথমে কলকাতা এবং পরবর্তীতে ১৯৭০ সাথে যুক্তরাষ্ট্র আগমণ করেন। ১৯৯৪ সালের ২৬ মার্চ ‘মুক্তির ডাক’ নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। মরহুম নূরুল ইসলাম একাধিক গ্রন্থের প্রণেতা। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। এক সময় তিনি নিউইয়র্কের বাংলা মিডিয়া ছাড়াও ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন। সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের বইগুলো ঢাকার ঐতিহ্যবাহী অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছিল।
অন্যান্য গ্রন্থগুলো হলো: একশ বছর পর (উপন্যাস), এক নারী দুই স্বামী (উপন্যাস), খালে বিলে মিলে (উপন্যাস), আসতে হলো দেরী (কবিতা), সভ্যতার অন্তরালে, নির্বাচিত রচনাবলী (প্রথম খন্ড), নির্বাচিত রচনাবলী (দ্বিতীয় খন্ড), শয়তানের ডায়েরী (রম্য রচনা) এবং আকবরী বিবাহ (রম্য রচনা)।
শোক প্রকাশ: সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবীদ অধ্যাপক সিরাজুল হক, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, কবি ও কলামিস্ট এবিএম সালেউদ্দীন, হককথা.কম ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। শোক বার্তায় তারা মরহুমের বদেহী আতœার মাগফেরাত কামনা করেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রবাসের বিশিষ্ট লেখক নূরুল ইসলামের ইন্তেকাল

প্রকাশের সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের বিশিষ্ট লেখক ও কবি আলহাজ নূরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রোববার (১০ জানুয়ারী) তিনি রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন সিটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী নুরুল ইসলাম ব্যক্তিগত জীবনে সদালাপী, বন্ধুবৎসল ও ধর্মপরায়ণ মানুষ ছিলেন। খবর ইউএনএ’র।
অবসর জীবনে তিনি স্ত্রী ও সন্তান-সন্ততি সহ পেটারসন শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মরহুম নূরুল ইসলামের নামাজে জানাজা মঙ্গলবার (১২ জানুয়ারী) বাদ জোহর পেটারসন সিটির ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সীতে (জালালাবাদ মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রফেসর অধ্যাপক সিরাজুল হক ও এবিএম সালেউদ্দীনের সাথে লেখক-কবি নূরুল ইসলাম (সর্ববায়ে)
লেখক-কবি আলহাজ নূরুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের এক সম্ভ্রান্ম মুসলিম পরিবারে ১৯৪০ সালের এপ্রিল মাসে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মওলানা মোহাম্মদ ওয়াতির এবং মাতার নাম কাজী সিরাজুন্নেসা খাতুন। মাত্র ১৮ বছর বয়সে তিনি মা-বাবা ও ভায়ের সাথে পবিত্র হজ্জ পালন করেন। জ্ঞান অন্বেষণে তিি প্রথমে কলকাতা এবং পরবর্তীতে ১৯৭০ সাথে যুক্তরাষ্ট্র আগমণ করেন। ১৯৯৪ সালের ২৬ মার্চ ‘মুক্তির ডাক’ নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। মরহুম নূরুল ইসলাম একাধিক গ্রন্থের প্রণেতা। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। এক সময় তিনি নিউইয়র্কের বাংলা মিডিয়া ছাড়াও ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন। সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের বইগুলো ঢাকার ঐতিহ্যবাহী অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছিল।
অন্যান্য গ্রন্থগুলো হলো: একশ বছর পর (উপন্যাস), এক নারী দুই স্বামী (উপন্যাস), খালে বিলে মিলে (উপন্যাস), আসতে হলো দেরী (কবিতা), সভ্যতার অন্তরালে, নির্বাচিত রচনাবলী (প্রথম খন্ড), নির্বাচিত রচনাবলী (দ্বিতীয় খন্ড), শয়তানের ডায়েরী (রম্য রচনা) এবং আকবরী বিবাহ (রম্য রচনা)।
শোক প্রকাশ: সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবীদ অধ্যাপক সিরাজুল হক, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, কবি ও কলামিস্ট এবিএম সালেউদ্দীন, হককথা.কম ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। শোক বার্তায় তারা মরহুমের বদেহী আতœার মাগফেরাত কামনা করেন।