হককথা’র প্রধান সম্পাদক হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

- প্রকাশের সময় : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ৬০ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তহিক হককথা’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৬ জানুয়ারী)। ২০১৭ সালের এই দিনে তিনি নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার বাসায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ২ পুত্র ও এক কন্যা এবং ভাই-বোন রেখে যান। তার ছোট বোন ক্যালিফোর্নিয়া প্রাবাসী। তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে দাফন করা হয়। হককথা কর্তৃপক্ষ গভীর শ্রদ্ধার সাথে মরহুম মোহাম্মদ হাফিজুর রহমান-কে স্মরণ এবং তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ১ জানুয়ারী হককথা প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এক বছর পত্রিকাটি নিয়মিত প্রকাশের পর বাস্তবতার আলোকে সেটি ওয়েব পোর্টাল হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। সেই থেকে হককথা.কম নামে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। পাশাপাশি পত্রিকাটির বিশেষ সংখ্যাও প্রকাশিত হচ্ছে।
মরহুম হাফিজুর রহমান টাঙ্গাইলের সন্তান। প্রবাস জীবনের আগে তিনি অধুনালুপ্ত দৈনিক দেশ-এর সাংবাদিক ছিলেন। এছাড়াও ঢাকার বিভিন্ন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।