নিউইয়র্ক ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৪ জানুয়ারী : ইতিহাসের এই দিনে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / ৩৭ বার পঠিত

হককথা ডেস্ক: আজ ৪ জানুয়ারী, ২০২১, সোমবার। ২০ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪র্থ দিন। ১৯৪৮ সালের এই দিনে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
৮৭১- রীডিং এর যুদ্ধ এ ওপডসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১৪৯৩- কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
১৬৪২- ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন।
১৭৬২- ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭- আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭- স্যামুয়েল কল্ট আমেরিকান সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১- মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭- বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
১৮৮৫- প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬- প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৯- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
১৯৩৪- ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭- দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮- পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান নাম বাংলাদেশ ছাত্রলীগ।
১৯৪৮- সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১- কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৬০- নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১- জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২- বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।
১৯৮৩- রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন পরলোকগমন করেন।
১৯৯০- বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৯- ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
২০০৪- মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।

জন্ম:
১০৭৭- চীনের স¤্রাট ঝেজংয়ের জন্মগ্রহন করেন।
১৬৪৩- বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহন করেন।
১৭৮৫- গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্মগ্রহন করেন।
১৮০৯- অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহন করেন।
১৮১৩- শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান জন্মগ্রহন করেন।
১৯৪০- নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক গাও শিংশিয়ান জন্মগ্রহন করেন।
১৯৫০- বাংলাদেশের কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন জন্মগ্রহন করেন।

মৃত্যু:
১২৪৮- পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর মৃত্যুবরণ করেন।
১৯৩১- রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।
১৯৪১- নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বেগসঁ মৃত্যুবরণ করেন।
১৯৬১- অস্ট্রীয় পদার্থবিদ এরউইন শ্রোডিঙ্গার মৃত্যুবরণ করেন।
১৯৬৫- কবি ও সমালোচক টিএস এলিয়ট মৃত্যুবরণ করেন।
১৯৯৪- ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণের মৃত্যুবরণ করেন।
১৯৯৭- কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস পরলোকগমন করেন।

দিবস:
বিশ্ব ব্রেইল দিবস
স্বাধীনতা দিবস (মায়ানমার)
শহীদদের স্মরণে দিবস (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)
উইনুকান মুকি (ওকিনাওয়া দ্বীপ, জাপান)
(সূত্র: দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৪ জানুয়ারী : ইতিহাসের এই দিনে

প্রকাশের সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১

হককথা ডেস্ক: আজ ৪ জানুয়ারী, ২০২১, সোমবার। ২০ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪র্থ দিন। ১৯৪৮ সালের এই দিনে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
৮৭১- রীডিং এর যুদ্ধ এ ওপডসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১৪৯৩- কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
১৬৪২- ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন।
১৭৬২- ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭- আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭- স্যামুয়েল কল্ট আমেরিকান সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১- মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭- বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
১৮৮৫- প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬- প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৯- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
১৯৩৪- ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭- দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮- পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান নাম বাংলাদেশ ছাত্রলীগ।
১৯৪৮- সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১- কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৬০- নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১- জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২- বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।
১৯৮৩- রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন পরলোকগমন করেন।
১৯৯০- বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৯- ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
২০০৪- মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।

জন্ম:
১০৭৭- চীনের স¤্রাট ঝেজংয়ের জন্মগ্রহন করেন।
১৬৪৩- বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহন করেন।
১৭৮৫- গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্মগ্রহন করেন।
১৮০৯- অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহন করেন।
১৮১৩- শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান জন্মগ্রহন করেন।
১৯৪০- নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক গাও শিংশিয়ান জন্মগ্রহন করেন।
১৯৫০- বাংলাদেশের কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন জন্মগ্রহন করেন।

মৃত্যু:
১২৪৮- পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর মৃত্যুবরণ করেন।
১৯৩১- রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।
১৯৪১- নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বেগসঁ মৃত্যুবরণ করেন।
১৯৬১- অস্ট্রীয় পদার্থবিদ এরউইন শ্রোডিঙ্গার মৃত্যুবরণ করেন।
১৯৬৫- কবি ও সমালোচক টিএস এলিয়ট মৃত্যুবরণ করেন।
১৯৯৪- ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণের মৃত্যুবরণ করেন।
১৯৯৭- কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস পরলোকগমন করেন।

দিবস:
বিশ্ব ব্রেইল দিবস
স্বাধীনতা দিবস (মায়ানমার)
শহীদদের স্মরণে দিবস (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)
উইনুকান মুকি (ওকিনাওয়া দ্বীপ, জাপান)
(সূত্র: দৈনিক যুগান্তর)