নিউইয়র্কে দেয়াল ধ্বসে বাংলাদেশী নির্মাণ শ্রমিক নিহত

- প্রকাশের সময় : ১২:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ৩৮ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের ব্রæকলীনে বাংলাদেশী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সীমানা প্রাচীরের কাজ করার সময় দেয়াল ধ্বসে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে মৃত্যু হয় তার। নিহত ব্যক্তির নাম জমিস মিয়া। তিনি ব্রæকলীনের ওয়েস্ট মিনিস্টার এলাকার বাসিন্দা। ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। বাংলাদেশে তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন। এ ঘটনায় আশরাফুল হাসান নামের বাংলাদেশী আরেক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসানেরও অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আশরাফুল হাসান
স্থানীয়রা জানান, স›দ্বীপ থেকে আগত বাংলাদেশী ঠিকাদার নাঈমের অধীনে ব্রæকলীনের সানসেট পার্কের ৪২ স্ট্রিট, ফোরর্থ এবং ফিফ্থ এভিনিউয়ের মাঝামাঝি একটি দ্বিতল ভবনের সীমানা প্রাচীরের কাজ করছিলেন জসিম ও হাসান। কাজ চলাকালে দুপুর পৌণে ১টায় দেয়ার ধ্বসে তাদের চাপা দেয়। এতে জসিমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কটিতে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। খবর টাইম টেলিভিশন।