বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের গ্রেফতার দাবি

- প্রকাশের সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ২২২ বার পঠিত
নিউইয়র্ক: রাজধানী ঢাকার ধোলাইরপাড়ে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে মৌলবাদী শক্তি আজ বাংলাদেশকে অস্বীকার করছে, বাংলাদেশে এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। ভাস্কর্য ও মূর্তির পার্থক্য এই মৌলবাদী শক্তি বুঝে না বুঝার ভান করছে। এই পার্থক্য কাঠামোগত নয়, এটা চেতনাগত। চেতনার মাধ্যমে মূর্তির আরাধনা করা হয়। অন্যদিকে একটি ভাস্কর্য জাতির ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। স্বাধীনতা অর্জনের প্রায় ৫০ বছর পরও আজকে ধর্মভিত্তিক রাজনীতি দেখতে হয়। একাত্তরের পরাজিত শক্তির বীজ আমরা আজও দেখতে পাই। যেই দেশের জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন, চার হাজার ছয়শ বিরাশি দিন কারাবরণ করেছেন, সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার ধৃষ্টতা দেখায়। আসুন অমরা এই মৌলবাদী অপশক্তিকে রুখে দাঁড়াই। আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এই ধর্মান্ধ ও জ্ঞানপাপী মৌলবাদীদের গ্রেফাতের এবং এই ধরনের রাষ্ট্র বিরোধী আস্ফালন যাতে ভবিষ্যতে দেখাতে না পারে, তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।