নিউইয়র্ক ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সামনে ‘অ্যাকশন ডেমোক্রেসী’র বিক্ষোভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৭১৭ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবীতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যাকশন ডেমোক্রেসী’। স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে তারা এই সমাবেশ করে।
প্রবাসী বাংলাদেশীরা ‘অ্যাকশন ডেমোক্রেসী’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এসময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্লাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে তুলে ধরে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
অ্যাকশন ডেমোক্রেসী’র প্রধান নির্বাহী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া মিলটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, লিয়াজোঁ কমিটির সদস্য রকিব উদ্দিন দুলাল, ওমর ফারুক, আকতার মাহমুদ, এম এস শফিক, মনিরুল ইসলাম খোকা, আহসান উল্লাহ বাচ্চু, আব্দুল কাদের, ডা. এম. শামীম, এমডি ইকবাল, আফসার চৌধুরী, কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অ্যাকশন ডেমোক্রেসি’র প্রধান নির্বাহী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া মিলটন বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজ গণতন্ত্র বিপন্ন। বর্তমান অনির্বাচিত সরকারের স্বৈরশাসনে বাংলাদেশের মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত। প্রশাসনের নির্লিপ্ত পক্ষপাতিত্ব দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মকান্ড দমনের নামে সরকার বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এ ধরণের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন।
মিজানুর রহমান ভূঁইয়া মিলটন বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবী আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সেই নিরীহ জনসাধারণকে বিনা বিচারে গুলি করে হত্যা করছে। তিনি বলেন, সরকারের লোকেরাই পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে আটকে রাখছে। এসব ঘটনাই প্রমাণ করে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র নেই। তাই সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এখন সময়ের দাবী।
সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সরকারের স্বৈরাচারী কার্যকলাপ আন্তর্জাতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে অবিলম্বে দেশে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশ্ববাসীর হস্তক্ষেপ কামনা করেন। (দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সামনে ‘অ্যাকশন ডেমোক্রেসী’র বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবীতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যাকশন ডেমোক্রেসী’। স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে তারা এই সমাবেশ করে।
প্রবাসী বাংলাদেশীরা ‘অ্যাকশন ডেমোক্রেসী’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এসময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্লাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে তুলে ধরে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
অ্যাকশন ডেমোক্রেসী’র প্রধান নির্বাহী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া মিলটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, লিয়াজোঁ কমিটির সদস্য রকিব উদ্দিন দুলাল, ওমর ফারুক, আকতার মাহমুদ, এম এস শফিক, মনিরুল ইসলাম খোকা, আহসান উল্লাহ বাচ্চু, আব্দুল কাদের, ডা. এম. শামীম, এমডি ইকবাল, আফসার চৌধুরী, কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অ্যাকশন ডেমোক্রেসি’র প্রধান নির্বাহী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া মিলটন বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজ গণতন্ত্র বিপন্ন। বর্তমান অনির্বাচিত সরকারের স্বৈরশাসনে বাংলাদেশের মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত। প্রশাসনের নির্লিপ্ত পক্ষপাতিত্ব দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মকান্ড দমনের নামে সরকার বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এ ধরণের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন।
মিজানুর রহমান ভূঁইয়া মিলটন বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবী আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সেই নিরীহ জনসাধারণকে বিনা বিচারে গুলি করে হত্যা করছে। তিনি বলেন, সরকারের লোকেরাই পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে আটকে রাখছে। এসব ঘটনাই প্রমাণ করে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র নেই। তাই সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এখন সময়ের দাবী।
সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সরকারের স্বৈরাচারী কার্যকলাপ আন্তর্জাতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে অবিলম্বে দেশে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশ্ববাসীর হস্তক্ষেপ কামনা করেন। (দৈনিক ইত্তেফাক)