নিউইয়র্ক ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মর্মান্তিক : গাড়ী ড্রাইভ করতে না দেয়ায় অভিমান করে চলে গেলন অন্তু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ২১ বার পঠিত

হককথা রিপোর্ট: সুদর্শন, শান্ত, ভদ্র, শিল্প-সাহিত্য-সংস্কৃতিমনা আর সমাজকর্মী বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান গ্র্যাজুয়েট সায়েম শাহরীয়ার অন্তু (২৪) আর নেই। মা-বাবার সাথে বাজার করে বাসায় ফেরার পথে গাড়ী ড্রাইভ করতে না দেয়ায় অভিমান করে মহাসড়কে হেটেই রওনা দেয় অজানার উদ্দেশ্যে। ফলে আকস্মিকভাবে গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। চলে যান না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ঘটনটি ঘটে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। অন্তুর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসছে।

মা-বাবা-বোনের সাথে সায়েম শাহরীয়ার অন্তু
জানা যায়, নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ লেক রনকনকোমা’য় বসবাসকারী ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির পুত্র সায়েম শাহরীয়ার অন্তু। এই দম্পতির আরো তাসফিয়া রুবাইয়াত কৌশি নামে এক কন্যা সন্তান রয়েছে। তাদের দেশের বাড়ী নোয়াখালী কোম্পনীগঞ্জ। ঘটনার দিন সন্ধ্যায় অন্তু মা-বাবার সাথে বাজার করতে যায়। বাজার শেষে বাসায় ফেরার পথে অন্তু গাড়ী ড্রাইভ করতে চায়। কিন্তু মা-বাবা তাকে তখন ড্রাইভ করতে বারণ করলে সে, রাগে-ক্ষোভে-অভিমানে মা-বাবার চোখের পলকে চলে যায় এবং লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের (মহাসড়ক) ৪১ এক্সিটের কাছে এইচওভি লেনের উপর দিয়ে হাঁটা শুরু করে। ফলে দ্রæতগাড়ী একটি গাড়ী তাকে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সায়েম শাহরীয়ার অন্তু’র মরদেহ উদ্ধার করলেও ঘাতক গাড়ীটি আটক করতে পারেনি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা। তার নামাজে জানাজা শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা ইসলামিক এসোসিয়েশন অব লং আইল্যান্ড (সেলডেন মসজিদ)-এ অনুষ্ঠিত হবে এবং মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির ঘনিষ্টজনরা জানান, সভা-ভব্য বলতে যা বোঝায়, এমনই এক সন্তানের নাম অন্তু। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও বাংলা সংস্কৃতির সাথে ছিলো তার নিবিড় যোগাযোগ। শিল্প-সংস্কৃতির প্রতিটি শাখায় ছিলো তার সরব পদচারণা। দেশ ও প্রবাসের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় তার কৃতিত্বের কথা তুলে ধরা হতো। মানবদরদী অন্তু ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছিলো। নিয়মিত নিজে রক্তও দান করতেন। অন্তু সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করে ক্যালিফোর্নিয়ায় একটি আইটি কর্পোরেট জবে (চাকুরি) যোগদান করেছিলো। অক্টোবর মাসে সেখানে তার ফাইনাইলি যোগ দেয়ার কথা ছিলো। টেক প্রফেশনাল অন্তু ছিলেন সঙ্গীতশিল্পী।
ইকবাল ইসলাম বুধবার এই প্রতিনিধিকে জানান, মহামারী করোনাভাইরাস পরিস্থিতে গত জানয়ারী মাসে অন্তু চাকুরী হারালে অনেকটা হতাশা হয়ে পড়ে এবং নতুন চাকরী খুঁজতে থাকে। অনেক সময় তাকে মানসিক অশান্তিতে সময় কাটতে দেখা যায়। এজন্য তার চিকিৎসাও চলছিলো। সম্প্রতি অন্তু ক্যালিফের্নিয়াতে একটি আইটি কোম্পানীতে চাকুরী পায় এবং অক্টোবর মাসের ৫ তারিখে তার নতুন চাকুরীতে অরিয়েন্টেশন শুরুর কথা ছিলো। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেই আমার ছেলেকে কেড়ে নিলো। তিনি তার সন্তানের জন্য সবার দোয়া কামনা এবং তার মৃত্যুতে যারা শোক ও সমবেদনা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিত মুখ ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির পুত্র সায়েম শাহরীয়ার অন্তু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমিউনিটি নেতা আব্দুস শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশশন ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ড্রামা সার্কল-এর সভাপতি আবির আলমগীর, সাংস্কৃতিক সংগঠন শতদল-এর প্রেসিডেন্ট কবীর কিরন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটা শাহরীন প্রমুখ। এছাড়াও বাংলাদেশী আমেরিকান সোসাইটি ও বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন-এর পক্ষ থেকে সায়েম শাহরীয়ার অন্তু’র মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মর্মান্তিক : গাড়ী ড্রাইভ করতে না দেয়ায় অভিমান করে চলে গেলন অন্তু

প্রকাশের সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

হককথা রিপোর্ট: সুদর্শন, শান্ত, ভদ্র, শিল্প-সাহিত্য-সংস্কৃতিমনা আর সমাজকর্মী বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান গ্র্যাজুয়েট সায়েম শাহরীয়ার অন্তু (২৪) আর নেই। মা-বাবার সাথে বাজার করে বাসায় ফেরার পথে গাড়ী ড্রাইভ করতে না দেয়ায় অভিমান করে মহাসড়কে হেটেই রওনা দেয় অজানার উদ্দেশ্যে। ফলে আকস্মিকভাবে গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। চলে যান না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ঘটনটি ঘটে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। অন্তুর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসছে।

মা-বাবা-বোনের সাথে সায়েম শাহরীয়ার অন্তু
জানা যায়, নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ লেক রনকনকোমা’য় বসবাসকারী ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির পুত্র সায়েম শাহরীয়ার অন্তু। এই দম্পতির আরো তাসফিয়া রুবাইয়াত কৌশি নামে এক কন্যা সন্তান রয়েছে। তাদের দেশের বাড়ী নোয়াখালী কোম্পনীগঞ্জ। ঘটনার দিন সন্ধ্যায় অন্তু মা-বাবার সাথে বাজার করতে যায়। বাজার শেষে বাসায় ফেরার পথে অন্তু গাড়ী ড্রাইভ করতে চায়। কিন্তু মা-বাবা তাকে তখন ড্রাইভ করতে বারণ করলে সে, রাগে-ক্ষোভে-অভিমানে মা-বাবার চোখের পলকে চলে যায় এবং লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের (মহাসড়ক) ৪১ এক্সিটের কাছে এইচওভি লেনের উপর দিয়ে হাঁটা শুরু করে। ফলে দ্রæতগাড়ী একটি গাড়ী তাকে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সায়েম শাহরীয়ার অন্তু’র মরদেহ উদ্ধার করলেও ঘাতক গাড়ীটি আটক করতে পারেনি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা। তার নামাজে জানাজা শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা ইসলামিক এসোসিয়েশন অব লং আইল্যান্ড (সেলডেন মসজিদ)-এ অনুষ্ঠিত হবে এবং মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির ঘনিষ্টজনরা জানান, সভা-ভব্য বলতে যা বোঝায়, এমনই এক সন্তানের নাম অন্তু। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও বাংলা সংস্কৃতির সাথে ছিলো তার নিবিড় যোগাযোগ। শিল্প-সংস্কৃতির প্রতিটি শাখায় ছিলো তার সরব পদচারণা। দেশ ও প্রবাসের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় তার কৃতিত্বের কথা তুলে ধরা হতো। মানবদরদী অন্তু ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছিলো। নিয়মিত নিজে রক্তও দান করতেন। অন্তু সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করে ক্যালিফোর্নিয়ায় একটি আইটি কর্পোরেট জবে (চাকুরি) যোগদান করেছিলো। অক্টোবর মাসে সেখানে তার ফাইনাইলি যোগ দেয়ার কথা ছিলো। টেক প্রফেশনাল অন্তু ছিলেন সঙ্গীতশিল্পী।
ইকবাল ইসলাম বুধবার এই প্রতিনিধিকে জানান, মহামারী করোনাভাইরাস পরিস্থিতে গত জানয়ারী মাসে অন্তু চাকুরী হারালে অনেকটা হতাশা হয়ে পড়ে এবং নতুন চাকরী খুঁজতে থাকে। অনেক সময় তাকে মানসিক অশান্তিতে সময় কাটতে দেখা যায়। এজন্য তার চিকিৎসাও চলছিলো। সম্প্রতি অন্তু ক্যালিফের্নিয়াতে একটি আইটি কোম্পানীতে চাকুরী পায় এবং অক্টোবর মাসের ৫ তারিখে তার নতুন চাকুরীতে অরিয়েন্টেশন শুরুর কথা ছিলো। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেই আমার ছেলেকে কেড়ে নিলো। তিনি তার সন্তানের জন্য সবার দোয়া কামনা এবং তার মৃত্যুতে যারা শোক ও সমবেদনা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিত মুখ ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির পুত্র সায়েম শাহরীয়ার অন্তু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমিউনিটি নেতা আব্দুস শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশশন ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ড্রামা সার্কল-এর সভাপতি আবির আলমগীর, সাংস্কৃতিক সংগঠন শতদল-এর প্রেসিডেন্ট কবীর কিরন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটা শাহরীন প্রমুখ। এছাড়াও বাংলাদেশী আমেরিকান সোসাইটি ও বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন-এর পক্ষ থেকে সায়েম শাহরীয়ার অন্তু’র মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনা করা হয়েছে।