নিউইয়র্ক ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ষ্টেট সিনেটর লুইসের হস্তক্ষেপে আমেরিকান ভিসা পেলেন বাংলাদেশী ফারজানা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / ৩৪ বার পঠিত

হককথা রিপোর্ট: বাংলাদেশী নিজাম উদ্দিন। বসবাস নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের গ্র্যান্ড এভিনিউতে। দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। চিকিৎসকদের মতে দিনে দিনে ছোট হয়ে আসছে তার পৃথিবী। তার শারীরিক অবস্থা শেষ ষ্টেজে এবং তার শেষ ইচ্ছা বাংলাদেশে অবস্থানরত তার কন্যা ফারজানাকে একটিবার দেখা। কিন্তু কিভাবে তা সম্ভব? এমন একটি হৃদয়ষ্পর্শী দাবী কিভাবে পূরণ করা যায় তা নিয়ে পরিবারের মধ্যে নানা ভাবনা চলতে থাকে। আর এই ভাবনা থেকেই পরিবারের পক্ষ থেকে ফারজানার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে ভিসার জন্য আবেদন করা হয়।
জানা গেছে, ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে ফারজানার ভিসার আবেদন বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলো। ডাক্তারের সার্টিফিকেটেও মন গলছিলো না ভিসা কর্মকর্তাদের। ইতোমধ্যে গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দিন। ক্যান্সারের চতুর্থ ষ্টেজ অবস্থায় তার জীবনের অনিশ্চয়তার আশংকাই ব্যক্ত করেছেন চিকিৎসকরা। এই পর্যায়ে নিজাম উদ্দিনের শুভাকাঙ্খীদের পরামর্শে নিউইয়র্কে বসবাসরত নিজাম উদ্দিনের অপর কন্যা তার বোনের ভিসার ব্যাপারে সাহায্যের জন্য নিউইয়র্কের সিনেট ডিষ্ট্রিক্ট-৩২ থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় ষ্টেট সিনেটর লুইস সেপুলভেদার স্মরণাপন্ন হন। সেখানে তাকে বিশেষ সাহায্য করেন সিটের অফিসে কর্মরত সহকারী বাংলাদেশী-আমেরিকান নিপা রইস। উল্লেখ্য, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত বিশেষ করে ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত। গত বছর তার নেতৃত্বে ৫জন ষ্টেট সিনেটর বাংলাদেশ সফর করেন। ইতিপূর্বে নিউইয়র্কের রাজধানী আলবেনীর ক্যাপিটাল হীলে বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে প্রতিবছর ‘বাংলাদেশ ডে’ উদযাপনেও তার বিশেষ ভূমিকা রয়েছে। গত ৯ বছর ধরে আলবেনীতে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়ে আসছে।
নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা

সর্বশেষে স্টেট সিনেটর লুইস সিপুলভেদার সাথে যোগাযোগ করলে তিনি ধৈর্য্য ধরে নিজাম উদ্দিনের পরিবারের সব শুনেন এবং মানবিক আবেদনে সাড়া দিয়ে আমেরিকান দূতাবাসে নতুন করে ভিসার আবেদন করতে বলেন। পরবর্তীতে সিনেটর যোগাযোগ করেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে। তাদের জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। সিনেটর লুইস সেপুলভেদার চিঠির প্রেক্ষিতে অবশেষে মন গলে কর্মকর্তাদের। ষ্টেট সিনেটর লুইসের অনুরোধে গত ২০ সেপ্টেম্বর রোববার ইউএস দূতাবাস থেকে ফারজানাকে কল করে দূতাবাসে ডেকে নিয়ে তাকে কোন ইন্টারভিউ ছাড়াই তার পাসপোর্টে ভিসা প্রদান করা হয় বলে সর্বশেষ খবরে জানা যায়। খবরটি নিউইয়র্কের টাইম টেলিভিশন-এ ফলাই করে প্রচারিত হয়েছে এবং টাইম টেলিভিশন-এর ‘এক্সক্লসিভ টাইম’ অনুষ্ঠানে যোগ দিয়ে সিনেটর লুইস বিষয়টি শেয়ার করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশীদের যেকোন সমস্যায় তিনি কমিউনিটির পাশে থাকবেন।
ফারজানা ভিসা পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে সিনেটর সুইস সিপুলভেদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ষ্টেট সিনেটর লুইসের হস্তক্ষেপে আমেরিকান ভিসা পেলেন বাংলাদেশী ফারজানা

প্রকাশের সময় : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

হককথা রিপোর্ট: বাংলাদেশী নিজাম উদ্দিন। বসবাস নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের গ্র্যান্ড এভিনিউতে। দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। চিকিৎসকদের মতে দিনে দিনে ছোট হয়ে আসছে তার পৃথিবী। তার শারীরিক অবস্থা শেষ ষ্টেজে এবং তার শেষ ইচ্ছা বাংলাদেশে অবস্থানরত তার কন্যা ফারজানাকে একটিবার দেখা। কিন্তু কিভাবে তা সম্ভব? এমন একটি হৃদয়ষ্পর্শী দাবী কিভাবে পূরণ করা যায় তা নিয়ে পরিবারের মধ্যে নানা ভাবনা চলতে থাকে। আর এই ভাবনা থেকেই পরিবারের পক্ষ থেকে ফারজানার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে ভিসার জন্য আবেদন করা হয়।
জানা গেছে, ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে ফারজানার ভিসার আবেদন বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলো। ডাক্তারের সার্টিফিকেটেও মন গলছিলো না ভিসা কর্মকর্তাদের। ইতোমধ্যে গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দিন। ক্যান্সারের চতুর্থ ষ্টেজ অবস্থায় তার জীবনের অনিশ্চয়তার আশংকাই ব্যক্ত করেছেন চিকিৎসকরা। এই পর্যায়ে নিজাম উদ্দিনের শুভাকাঙ্খীদের পরামর্শে নিউইয়র্কে বসবাসরত নিজাম উদ্দিনের অপর কন্যা তার বোনের ভিসার ব্যাপারে সাহায্যের জন্য নিউইয়র্কের সিনেট ডিষ্ট্রিক্ট-৩২ থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় ষ্টেট সিনেটর লুইস সেপুলভেদার স্মরণাপন্ন হন। সেখানে তাকে বিশেষ সাহায্য করেন সিটের অফিসে কর্মরত সহকারী বাংলাদেশী-আমেরিকান নিপা রইস। উল্লেখ্য, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত বিশেষ করে ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত। গত বছর তার নেতৃত্বে ৫জন ষ্টেট সিনেটর বাংলাদেশ সফর করেন। ইতিপূর্বে নিউইয়র্কের রাজধানী আলবেনীর ক্যাপিটাল হীলে বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে প্রতিবছর ‘বাংলাদেশ ডে’ উদযাপনেও তার বিশেষ ভূমিকা রয়েছে। গত ৯ বছর ধরে আলবেনীতে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়ে আসছে।
নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা

সর্বশেষে স্টেট সিনেটর লুইস সিপুলভেদার সাথে যোগাযোগ করলে তিনি ধৈর্য্য ধরে নিজাম উদ্দিনের পরিবারের সব শুনেন এবং মানবিক আবেদনে সাড়া দিয়ে আমেরিকান দূতাবাসে নতুন করে ভিসার আবেদন করতে বলেন। পরবর্তীতে সিনেটর যোগাযোগ করেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে। তাদের জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। সিনেটর লুইস সেপুলভেদার চিঠির প্রেক্ষিতে অবশেষে মন গলে কর্মকর্তাদের। ষ্টেট সিনেটর লুইসের অনুরোধে গত ২০ সেপ্টেম্বর রোববার ইউএস দূতাবাস থেকে ফারজানাকে কল করে দূতাবাসে ডেকে নিয়ে তাকে কোন ইন্টারভিউ ছাড়াই তার পাসপোর্টে ভিসা প্রদান করা হয় বলে সর্বশেষ খবরে জানা যায়। খবরটি নিউইয়র্কের টাইম টেলিভিশন-এ ফলাই করে প্রচারিত হয়েছে এবং টাইম টেলিভিশন-এর ‘এক্সক্লসিভ টাইম’ অনুষ্ঠানে যোগ দিয়ে সিনেটর লুইস বিষয়টি শেয়ার করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশীদের যেকোন সমস্যায় তিনি কমিউনিটির পাশে থাকবেন।
ফারজানা ভিসা পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে সিনেটর সুইস সিপুলভেদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।