নিউইয়র্ক ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউজার্সীতে স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৮৬৭ বার পঠিত

নিউজার্সী: ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসনে নির্মিত স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। এই শহীদ মিনার নির্মাণে স্থানীয় প্রশাসন আর্থিক সহায়তা দিয়েছে। নিউজার্সীতে এটিই প্রথম শহীদ মিনার। শহীদ মিনারটি উদ্বোধন উপলক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারী রোববার শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান প্রধান অতিথি হিসেবে ১৫ ফেব্রুয়ারী ফিতা কেটে শহীদ মিনারটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহীদ মিনারের উদ্বোধনকালে বক্তারা বলেন, এই শহীদ মিনার নির্মাণ বাংলাদেশ ও স্বাগতিক কাউন্টিসহ বিশ্বের বিভিন্ন ভাষার লোকদের জন্য একটি স্মরণীয় ঘটনা। শহীদ মিনার নির্মাণ প্রকল্পের সঙ্গে পেটারসনের মেয়র অফিস যুক্ত ছিল বলে ডেপুটি মেয়র পেড্রো রোদ্রিগেজ তার বক্তৃতায় খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি পেটারসনে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিকে তাদের ইতিহাস, সংস্কৃতি, আবেগ ও ভালোবাসার জন্য প্রশংসা করেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের মহৎ উদ্যোগ ও অবদানের জন্য পেটারসনের মেয়র, পেসিস কাউন্টি বোর্ড, প্রকল্পের অংশীদার এবং কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শহীদ মিনার নির্মাণের জন্য ২০১২ সালে প্রাইম ওয়েস্টসাইড পার্কে ভূমি নির্বাচন করার পর ২০১৩ সালে পিটারসন সিটি কাউন্সিল এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে। নিউজার্সির পেটারসনের এই শহীদ মিনারটি প্রথম নির্মিত হলো যার সম্পুর্ণ অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন এবং এর ভূমি প্রদান করেছে স্বাগতিক সরকার।
এছাড়াও যুক্তরাষ্ট্রের হিউস্টন ও টেক্সাস অঙ্গরাজ্যেও দু’টি শহীদ মিনার রয়েছে। ওই শহীদ মিনার দু’টি নির্মাণে সম্পুর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ কমিউনিটি।
নিউজার্সীর শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে পেটারসনের ডেপুটি মেয়র পেড্রো রোদ্রিগেজ, কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রুবি কটন, স্থানীয় কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান, পেসিস কাউন্টি কার্যালয়ের প্রতিনিধিগণ, যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা ও প্রতিনিধিগণ সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউজার্সীতে স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫

নিউজার্সী: ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসনে নির্মিত স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। এই শহীদ মিনার নির্মাণে স্থানীয় প্রশাসন আর্থিক সহায়তা দিয়েছে। নিউজার্সীতে এটিই প্রথম শহীদ মিনার। শহীদ মিনারটি উদ্বোধন উপলক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারী রোববার শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান প্রধান অতিথি হিসেবে ১৫ ফেব্রুয়ারী ফিতা কেটে শহীদ মিনারটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহীদ মিনারের উদ্বোধনকালে বক্তারা বলেন, এই শহীদ মিনার নির্মাণ বাংলাদেশ ও স্বাগতিক কাউন্টিসহ বিশ্বের বিভিন্ন ভাষার লোকদের জন্য একটি স্মরণীয় ঘটনা। শহীদ মিনার নির্মাণ প্রকল্পের সঙ্গে পেটারসনের মেয়র অফিস যুক্ত ছিল বলে ডেপুটি মেয়র পেড্রো রোদ্রিগেজ তার বক্তৃতায় খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি পেটারসনে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিকে তাদের ইতিহাস, সংস্কৃতি, আবেগ ও ভালোবাসার জন্য প্রশংসা করেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের মহৎ উদ্যোগ ও অবদানের জন্য পেটারসনের মেয়র, পেসিস কাউন্টি বোর্ড, প্রকল্পের অংশীদার এবং কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শহীদ মিনার নির্মাণের জন্য ২০১২ সালে প্রাইম ওয়েস্টসাইড পার্কে ভূমি নির্বাচন করার পর ২০১৩ সালে পিটারসন সিটি কাউন্সিল এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে। নিউজার্সির পেটারসনের এই শহীদ মিনারটি প্রথম নির্মিত হলো যার সম্পুর্ণ অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন এবং এর ভূমি প্রদান করেছে স্বাগতিক সরকার।
এছাড়াও যুক্তরাষ্ট্রের হিউস্টন ও টেক্সাস অঙ্গরাজ্যেও দু’টি শহীদ মিনার রয়েছে। ওই শহীদ মিনার দু’টি নির্মাণে সম্পুর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ কমিউনিটি।
নিউজার্সীর শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে পেটারসনের ডেপুটি মেয়র পেড্রো রোদ্রিগেজ, কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রুবি কটন, স্থানীয় কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান, পেসিস কাউন্টি কার্যালয়ের প্রতিনিধিগণ, যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা ও প্রতিনিধিগণ সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।