নিউইয়র্ক ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নির্বাচন পেছানোর দাবি ট্রাম্পের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • / ১০১ বার পঠিত

হককথা ডেস্ক: নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন নির্বাচন পেছানোর পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবারের মতো নির্বাচন পেছানোর সম্ভাবনার পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি। পাশাপাশি মেইলের মাধ্যমে ভোটগ্রহণে জালিয়াতি হতে পারে বলে দাবি করেন ট্রাম্প। তবে তার স্বপক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।
টুইটে ট্রাম্প বলেন, মেইলের মাধ্যমে ২০২০ সালের সাধারণ ভোটগ্রহণ হবে মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি এবং প্রতারণাপূর্ণ। যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মারাত্মক বিব্রতকর। মানুষ যতক্ষণ পর্যন্ত নিরাপদে, নিশ্চিতে ভোট দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন পেছানো হোক। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে বহু রাজ্য মেইলের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহণের কথা ভাবছে। এর মধ্যেই অব্যাহতভাবে মেইলে ভোটগ্রহণ হলে জালিয়াতি হতে পারে বলে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন ইউএস কংগ্রেস। এটা পেছানোর কোনো সুযোগ নেই। একইভাবে ২০২১ সালের ২০ জানুয়ারী পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার দিন নির্ধারিত। তাও পরিবর্তনে আমেরিকান সংবিধানে কোনো বিধান রাখা হয়নি।
বিবিসি’র খবরে বলা হয়েছে: নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পোস্টাল ভোটে জালিয়াতির সুযোগ থাকায় এবং ত্রæটিপূর্ণ ফল আসার কারণে নির্বাচন স্থগিত করা উচিত। তাই জনগণ যতক্ষণ পর্যন্ত ‘যথাযথভাবে, দৃঢ়তার সাথে ও নিরাপদে’ ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত করা উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এ দাবিকে সমর্থন করার মতো খুব সামান্যই তথপ্র্রমাণ আছে। এবার করোনা ভাইরাস মহামারির কারণে জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে পোস্টাল ভোট সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নির্বাচন পেছানোর দাবি ট্রাম্পের

প্রকাশের সময় : ১২:৪২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

হককথা ডেস্ক: নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন নির্বাচন পেছানোর পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবারের মতো নির্বাচন পেছানোর সম্ভাবনার পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি। পাশাপাশি মেইলের মাধ্যমে ভোটগ্রহণে জালিয়াতি হতে পারে বলে দাবি করেন ট্রাম্প। তবে তার স্বপক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।
টুইটে ট্রাম্প বলেন, মেইলের মাধ্যমে ২০২০ সালের সাধারণ ভোটগ্রহণ হবে মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি এবং প্রতারণাপূর্ণ। যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মারাত্মক বিব্রতকর। মানুষ যতক্ষণ পর্যন্ত নিরাপদে, নিশ্চিতে ভোট দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন পেছানো হোক। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে বহু রাজ্য মেইলের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহণের কথা ভাবছে। এর মধ্যেই অব্যাহতভাবে মেইলে ভোটগ্রহণ হলে জালিয়াতি হতে পারে বলে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন ইউএস কংগ্রেস। এটা পেছানোর কোনো সুযোগ নেই। একইভাবে ২০২১ সালের ২০ জানুয়ারী পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার দিন নির্ধারিত। তাও পরিবর্তনে আমেরিকান সংবিধানে কোনো বিধান রাখা হয়নি।
বিবিসি’র খবরে বলা হয়েছে: নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পোস্টাল ভোটে জালিয়াতির সুযোগ থাকায় এবং ত্রæটিপূর্ণ ফল আসার কারণে নির্বাচন স্থগিত করা উচিত। তাই জনগণ যতক্ষণ পর্যন্ত ‘যথাযথভাবে, দৃঢ়তার সাথে ও নিরাপদে’ ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত করা উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এ দাবিকে সমর্থন করার মতো খুব সামান্যই তথপ্র্রমাণ আছে। এবার করোনা ভাইরাস মহামারির কারণে জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে পোস্টাল ভোট সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য।