নিউইয়র্ক পুলিশ ফাহিম সালেহ’র খন্ড-বিখন্ড দেহের কথা বলেনি, বলেছে ‘হত্যাকান্ড’
- প্রকাশের সময় : ০৯:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ৪৩ বার পঠিত
মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে: যদিও সিএনএন-সহ বিশ্বের অপরাপর মিডিয়া ৩৩ বছর বয়সী প্রযুক্তিকর্তা ফাহিম সালেহ’র খন্ড-বিখন্ড দেহ তার নিউইয়র্কের ম্যানহাটন অ্যাপার্টমেন্টে উদ্ঘাটনের কথা জানালেও সংশ্লিষ্ট পুলিশ দপ্তর সে কথা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ঘটনা সম্পর্কিত সর্বশেষ জানতে এই প্রতিনিধি যোগাযোগ করলে, নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার পাবলিক ইনফরমেশনের মুখপাত্র সার্জেন্ট জেসিকা ম্যাকরোরি জানিয়েছেন, “মঙ্গলবার ১৪ জুলাই আনুমানিক বিকেল ৩টা ৩৫মিনিটে সপ্তম প্রিসিঙ্কটের অর্ন্তগত ২৬৫ ইস্ট হিউস্টন স্ট্রিটে একটি সহিংসতা সম্পর্কিত ৯১১ কলের সাড়া দিতে পুলিশ উপস্থিত হয়। সেখানে অ্যাপার্টমেন্টে তারা একজন অচেতন পুরুষের নিস্প্রান দেহ পায়। অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে মৃত ঘোষণা করে। মেডিক্যাল পরীক্ষক সেটিকে হত্যাকান্ড ধারণা করেছেন। মৃত ব্যক্তির পরিচয় হচ্ছে: সালেহ, ফাহিম; ৩৩ বছর বয়সী পুরুষ, ২৬৫ ইস্ট হিউস্টন স্ট্রিট, ম্যানহাটন, নিউইয়র্ক।”
পূর্বাহ্নে পুলিশ সূত্রের উদ্ধৃতিতে মিডিয়া জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে হত্যাকান্ডে সন্দেহভাজন এক ব্যক্তি ফাহিমের সঙ্গে লিফটে কালো পরিধান আবৃত অবস্থায় প্রবেশ করে। অবশ্য ফাহিমের পরিবার তদন্তে নিয়োজিত নিউইয়র্ক পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি উদাত্ত আহŸান রেখে বলেছেন, “ঘটনার রহস্য উন্মোচনে এবং ফাহিম হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে তারা সুষ্ঠু তদন্ত করবেন।”