নিউইয়র্ক ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রত্যাশিত লোক হয়নি : ট্রাম্পের সমাবেশের কাজে যুক্ত ৬ কর্মী করোনায় আক্রান্ত : ট্রাম্পের সমাবেশে করোনার ছায়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / ৬৩ বার পঠিত

হককথা ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে লকডাউন জারির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সভায় লোকসমাগম ধারণার চেয়েও অনেক কম হয়েছে। ওকলাহোমা রাজ্যের টালসা নগরীতে এই নির্বাচনী সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ মানুষ আগ্রহ দেখিয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শনিবার (২০ জুন) ‘ব্যাংক অব ওকলাহোমা সেন্টার’র ভেতরে ১৯ হাজার আসনের সবটাও পূর্ণ হয়নি। এর কারণ করোনা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স।
ট্রাম্প ভেবেছিলেন, অনুষ্ঠানস্থলের বাইরেও বিশাল জমায়েত থাকবে। তাদের উদ্দেশে কিছু বলারও পরিকল্পনাও ছিল তার। লোক কম হওয়ায় শেষ পর্যন্ত তাকে ওই পরিকল্পনা বাদ দিতে হয়। সমাবেশে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা ট্রাম্প। সমাবেশে উপস্থিত সমর্থকদের ‘যোদ্ধা’ বলে অভিহিত করেন তিনি। আর লোক কম হওয়ার জন্য গণমাধ্যম ও বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ঘাড়ে দায় চাপান।
ট্রাম্পের এ নির্বাচনী সমাবেশকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর চার দেয়ালের ভেতর অনুষ্ঠিত সবচেয়ে বড় জমায়েতগুলোর একটি বলা হচ্ছে। তবে এমন এক সময়ে এ সমাবেশ হলো, যখন ওকলাহোমায় শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ৫৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গেছে; মৃত্যু ছাড়িয়ে গেছে এক লাখ ১৯ হাজার।
সমাবেশে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা বেশি হওয়ায় বেশি আক্রান্তের সন্ধান মিলছে, এ কারণে তিনি তার প্রশাসনের কর্মীদের শনাক্তকরণ পরীক্ষা কমাতে বলেছেন।’ ভাইরাস শনাক্তকরণ পরীক্ষাকে ‘দুই দিকে ধারালো তলোয়ার’ বলেও অভিহিত করেছেন তিনি।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে- যখন আপনি ব্যাপক হারে পরীক্ষা করবেন, আপনাকে অনেকের পরীক্ষা করতে হবে, এবং আক্রান্তও অনেক পাবেন। সে কারণেই আমি বলেছি, পরীক্ষার হার কমাও। এরপরও তারা পরীক্ষা করেই যাচ্ছে, করেই যাচ্ছে।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরে জানান, শনাক্তকরণ পরীক্ষা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টালসার সমাবেশে ‘মজা করেছেন’। কোভিড-১৯ এর যতগুলো নাম আছে, অন্য কোনো রোগের এত নাম নেই বলেও শনিবারের সমাবেশে ট্রাম্প মন্তব্য করেন। তিনি বলেন, আমি একে ‘কুং ফ্ল’ বলতে পারি। আমি এর ১৯টা আলাদা নাম বলতে পারবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে নতুন করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলেও অভিহিত করেছিলেন।
সমাবেশে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্ব›দ্বী জো বাইডেনকেও একহাত নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট ‘কট্টর বামদের হাতে নাচা অসহায় এক পুতুল’।
মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ও একের পর এক মূর্তি উপড়ে ফেলার ঘটনাতে ক্রুদ্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিকৃত মস্তিষ্ক বামপন্থি দুষ্কৃতকারীরা আমাদের ইতিহাস তছনছ করে দেয়ার চেষ্টা করছে। আমাদের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলতে চাইছে। আমাদের চমৎকার সব স্মৃতিস্তম্ভ; তারা মূর্তি উপড়ে ফেলছে। যারা তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবির কাছে মাথা নোয়াচ্ছে না তাদেরকে শাস্তি দিচ্ছে, নির্যাতন করছে। আমরা তাদের দাবির কাছে নত হবো না।’
ট্রাম্পের সমাবেশের কাজে যুক্ত ৬ কর্মী আক্রান্ত
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্র্নিবাচনী প্রচার শিবিরের ছয় কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই শনিবার (২০ জুন) ওকলাহোমার টালসায় ট্রাম্পের সমাবেশের আয়োজনের কাজে নিয়োজিত ছিলেন। মহামারির মধ্যে এ ধরনের সমাবেশ নিয়ে এমনিতেই ওই অঞ্চলে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। সমাবেশ শুরু হওয়ার আগেই তার নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তারা এই ছয় জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
ট্রাম্পের আর্জি প্রত্যাখ্যান প্রকাশ হচ্ছে বোল্টনের বই
অন্যদিকে, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বইয়ের প্রকাশনা ঠেকাতে করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচার বিভাগের যুক্তি, বিতর্কিত তথ্য সংবলিত বইটি যথাযথভাবে যাচাই করা হয়নি। তবে শনিবার ওয়াশিংটনের জেলা জজ আদালতের বিচারক রোয়েস ল্যাম্বার্থ বলেন, সরকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, আদালতের আদেশ দিয়ে ক্ষতি ঠেকানো যাবে। (দৈনিক যায়যায়দিন)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রত্যাশিত লোক হয়নি : ট্রাম্পের সমাবেশের কাজে যুক্ত ৬ কর্মী করোনায় আক্রান্ত : ট্রাম্পের সমাবেশে করোনার ছায়া

প্রকাশের সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

হককথা ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে লকডাউন জারির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সভায় লোকসমাগম ধারণার চেয়েও অনেক কম হয়েছে। ওকলাহোমা রাজ্যের টালসা নগরীতে এই নির্বাচনী সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ মানুষ আগ্রহ দেখিয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শনিবার (২০ জুন) ‘ব্যাংক অব ওকলাহোমা সেন্টার’র ভেতরে ১৯ হাজার আসনের সবটাও পূর্ণ হয়নি। এর কারণ করোনা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স।
ট্রাম্প ভেবেছিলেন, অনুষ্ঠানস্থলের বাইরেও বিশাল জমায়েত থাকবে। তাদের উদ্দেশে কিছু বলারও পরিকল্পনাও ছিল তার। লোক কম হওয়ায় শেষ পর্যন্ত তাকে ওই পরিকল্পনা বাদ দিতে হয়। সমাবেশে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা ট্রাম্প। সমাবেশে উপস্থিত সমর্থকদের ‘যোদ্ধা’ বলে অভিহিত করেন তিনি। আর লোক কম হওয়ার জন্য গণমাধ্যম ও বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ঘাড়ে দায় চাপান।
ট্রাম্পের এ নির্বাচনী সমাবেশকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর চার দেয়ালের ভেতর অনুষ্ঠিত সবচেয়ে বড় জমায়েতগুলোর একটি বলা হচ্ছে। তবে এমন এক সময়ে এ সমাবেশ হলো, যখন ওকলাহোমায় শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ৫৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গেছে; মৃত্যু ছাড়িয়ে গেছে এক লাখ ১৯ হাজার।
সমাবেশে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা বেশি হওয়ায় বেশি আক্রান্তের সন্ধান মিলছে, এ কারণে তিনি তার প্রশাসনের কর্মীদের শনাক্তকরণ পরীক্ষা কমাতে বলেছেন।’ ভাইরাস শনাক্তকরণ পরীক্ষাকে ‘দুই দিকে ধারালো তলোয়ার’ বলেও অভিহিত করেছেন তিনি।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে- যখন আপনি ব্যাপক হারে পরীক্ষা করবেন, আপনাকে অনেকের পরীক্ষা করতে হবে, এবং আক্রান্তও অনেক পাবেন। সে কারণেই আমি বলেছি, পরীক্ষার হার কমাও। এরপরও তারা পরীক্ষা করেই যাচ্ছে, করেই যাচ্ছে।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরে জানান, শনাক্তকরণ পরীক্ষা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টালসার সমাবেশে ‘মজা করেছেন’। কোভিড-১৯ এর যতগুলো নাম আছে, অন্য কোনো রোগের এত নাম নেই বলেও শনিবারের সমাবেশে ট্রাম্প মন্তব্য করেন। তিনি বলেন, আমি একে ‘কুং ফ্ল’ বলতে পারি। আমি এর ১৯টা আলাদা নাম বলতে পারবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে নতুন করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলেও অভিহিত করেছিলেন।
সমাবেশে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্ব›দ্বী জো বাইডেনকেও একহাত নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট ‘কট্টর বামদের হাতে নাচা অসহায় এক পুতুল’।
মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ও একের পর এক মূর্তি উপড়ে ফেলার ঘটনাতে ক্রুদ্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিকৃত মস্তিষ্ক বামপন্থি দুষ্কৃতকারীরা আমাদের ইতিহাস তছনছ করে দেয়ার চেষ্টা করছে। আমাদের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলতে চাইছে। আমাদের চমৎকার সব স্মৃতিস্তম্ভ; তারা মূর্তি উপড়ে ফেলছে। যারা তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবির কাছে মাথা নোয়াচ্ছে না তাদেরকে শাস্তি দিচ্ছে, নির্যাতন করছে। আমরা তাদের দাবির কাছে নত হবো না।’
ট্রাম্পের সমাবেশের কাজে যুক্ত ৬ কর্মী আক্রান্ত
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্র্নিবাচনী প্রচার শিবিরের ছয় কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই শনিবার (২০ জুন) ওকলাহোমার টালসায় ট্রাম্পের সমাবেশের আয়োজনের কাজে নিয়োজিত ছিলেন। মহামারির মধ্যে এ ধরনের সমাবেশ নিয়ে এমনিতেই ওই অঞ্চলে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। সমাবেশ শুরু হওয়ার আগেই তার নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তারা এই ছয় জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
ট্রাম্পের আর্জি প্রত্যাখ্যান প্রকাশ হচ্ছে বোল্টনের বই
অন্যদিকে, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বইয়ের প্রকাশনা ঠেকাতে করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচার বিভাগের যুক্তি, বিতর্কিত তথ্য সংবলিত বইটি যথাযথভাবে যাচাই করা হয়নি। তবে শনিবার ওয়াশিংটনের জেলা জজ আদালতের বিচারক রোয়েস ল্যাম্বার্থ বলেন, সরকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, আদালতের আদেশ দিয়ে ক্ষতি ঠেকানো যাবে। (দৈনিক যায়যায়দিন)