নিউইয়র্ক ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে সামার স্কুল পরিকল্পনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • / ১৭১ বার পঠিত

এমদাদ চৌধুরী দীপু: এবার ছুটি নেই নিউইয়র্কের স্কুলগুলোতে। আগামী ১৩ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ক্লাস করতে হবে নিউইয়র্ক সিটির থার্ড গ্রেড থেকে ১২ গ্রেডের শিক্ষার্থীদেরএ অন্যান্য বছর ২৬জুন থেকে স্কুলগুলো সামারের বন্ধ উপভোগ করতো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এবার এর ব্যতিক্রম। আর সেটি করোনা মহামারীর কারনে।
নিউইয়র্ক সিটি মেয়র ডি বøাজিও নগরীর স্কুল সমূহের বৈশ্বিক মহামারীর কারনে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেয়ার জন্য মঙ্গলবার সামার স্কুল প্লান ঘোষইা করেছেনএ নিয়মিত প্রেসব্রিফিং-এর সময় মেয়র বøাজিও বলেন, নিউইয়র্ক সিটিতে প্রায় এক লাখ ৭৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। আগামী ২৬ জুন শিক্ষাবর্ষ শেষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু করোনাভাইরাস-এর কারনে ৬ সপ্তাহের সামার স্কুলের ঘোষণা দিয়েছেন মেয়র ডি বøাজিও। এই ঘোষনার ফলে থার্ড গ্রেড থেকে এইট গ্রেড সপ্তাহে চার দিন ৬সপ্তাহের বিশেষ সামার স্কুল প্লানে অংশ নিবে। এদিকে নাইনথ গ্রেড থেকে টুয়েলব গ্রেড সপ্তাহে ৫দিনের ৬সপ্তাহের ক্লসে অংশ নিবে। এই সেশন আগামী ১৩ জুলাই শুরু হবে এবং ২১ আগস্ট শেষ হবে। এই রিমুট লার্নিং কোর্সে ইংরেজী এবং গনিতকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা দুরশীক্ষন কর্মসূচীর মাধ্যমে অংশ নেয়ার সুযোগ থাকবে।
মহামরীকালীন সময়ে শিক্ষাকে সহজ করতে ডিজিটাল ডিভাইট দুর করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন দুই লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ইন্টারনেট সংযোগসহ টেবলেট বিতরন করা হয়েছে শিক্ষা বিভাগের মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

নিউইয়র্কে সামার স্কুল পরিকল্পনা

প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০

এমদাদ চৌধুরী দীপু: এবার ছুটি নেই নিউইয়র্কের স্কুলগুলোতে। আগামী ১৩ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ক্লাস করতে হবে নিউইয়র্ক সিটির থার্ড গ্রেড থেকে ১২ গ্রেডের শিক্ষার্থীদেরএ অন্যান্য বছর ২৬জুন থেকে স্কুলগুলো সামারের বন্ধ উপভোগ করতো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এবার এর ব্যতিক্রম। আর সেটি করোনা মহামারীর কারনে।
নিউইয়র্ক সিটি মেয়র ডি বøাজিও নগরীর স্কুল সমূহের বৈশ্বিক মহামারীর কারনে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেয়ার জন্য মঙ্গলবার সামার স্কুল প্লান ঘোষইা করেছেনএ নিয়মিত প্রেসব্রিফিং-এর সময় মেয়র বøাজিও বলেন, নিউইয়র্ক সিটিতে প্রায় এক লাখ ৭৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। আগামী ২৬ জুন শিক্ষাবর্ষ শেষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু করোনাভাইরাস-এর কারনে ৬ সপ্তাহের সামার স্কুলের ঘোষণা দিয়েছেন মেয়র ডি বøাজিও। এই ঘোষনার ফলে থার্ড গ্রেড থেকে এইট গ্রেড সপ্তাহে চার দিন ৬সপ্তাহের বিশেষ সামার স্কুল প্লানে অংশ নিবে। এদিকে নাইনথ গ্রেড থেকে টুয়েলব গ্রেড সপ্তাহে ৫দিনের ৬সপ্তাহের ক্লসে অংশ নিবে। এই সেশন আগামী ১৩ জুলাই শুরু হবে এবং ২১ আগস্ট শেষ হবে। এই রিমুট লার্নিং কোর্সে ইংরেজী এবং গনিতকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা দুরশীক্ষন কর্মসূচীর মাধ্যমে অংশ নেয়ার সুযোগ থাকবে।
মহামরীকালীন সময়ে শিক্ষাকে সহজ করতে ডিজিটাল ডিভাইট দুর করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন দুই লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ইন্টারনেট সংযোগসহ টেবলেট বিতরন করা হয়েছে শিক্ষা বিভাগের মাধ্যমে।