করোনায় নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু

- প্রকাশের সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ২৯৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম সমীর চন্দ্র দেব। তিনি কমিউনিটির পরিচিত মুখ ও নাট্যশিল্পী, ঢাকা ড্রামার অন্যতম সদস্য প্রতিমা সুমির স্বামী। খবর ইউএনএ’র।
জানা গেছে, নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে পরাজিত হলেন কমিউনিটির সুপরিচিত নাট্যশিল্পী, ঢাকা ড্রামার অন্যতম সদস্য প্রতিমা সুমির স্বামী ব্যবসায়ী সমীর চন্দ্র দেব। গত ৩ মে রোববার ভোর ৬টায় তিনি ম্যানহাটানস্থ কর্নেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রতিমা সুমির ঘনিষ্ঠ সর্বজন শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব রেখা আহমেদ ও বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ সমীরের চন্দ্র দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে অভিনয় শিল্পী প্রতিমা সুমীর স্বামী সমীরের মৃত্যু সংবাদ নিউইয়র্কের নাট্য ও সংস্কৃতিকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ড্রামা সার্কল এর সভাপতি আবীর আলগীর।