কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ারের শশুরের ইন্তেকাল
- প্রকাশের সময় : ১২:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজকর্মী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর আব্দুস সালাম খান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৫ কন্যা এবং নাতি-নাতনি সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের দেশে বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গারজুর। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর সদস্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, তার শশুর আব্দুস সালাম খান অসুস্থ হলে গত ১৩ এপ্রিল সোমবার নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাভাইরাস সহ শারীরিক অসুস্থতাজনিত অন্যান্য চিকিৎসা চলছিলো। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মরহুম আব্দুস সালাম খান বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খানের মামা শশুর এবং সতিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণ সংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ-এর ফুপা শশুর।
শোক প্রকাশ: জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর আব্দুস সালাম খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন রাসেল।
এছাড়াও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।