বিজ্ঞাপন :
করোনা : সাংকৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌসের মৃত্যু

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ২৪৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): কিশোরগঞ্জের মুক্তিযাদ্ধা এএসএম ফেরদৌসের সহধর্মিনী, সাংকৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্বুরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক মেয়ে, ছয় নাতিসহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার দেশের বাড়ীও কিশোরগঞ্জ।
জানা গেছে, ফেরদৌস-রওশন দম্পতি নিউইয়র্কের উডসাইড এলাকায় বসবাস করতেন। রওশন আরা ফেরদৌস গত ১১ এপ্রিল শনিবার ভোর ৪:১৯ মিনিট নিউইয়কের মাউন্টসিনাই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
শোক প্রকাশ: প্রবাসী রওশন আরা ফেরদৌসের মৃতুতে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ সহ অন্যান্য সামাজিক, সাংকৃতিক এবং রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।