বিজ্ঞাপন :   
                    
                    ১৯৭০’র ২২ ফেব্রুয়ারী স্মরণে নিউইয়র্কে সভা শনিবার
 
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৫৮ বার পঠিত
নিউইয়র্ক: ১৯৭০’র ২২ ফেব্রুয়ারী স্মরণে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি ঐতিহাসিক দিন। ১৯৭০ সালের এদিন ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে ছাত্র ইউনিয়নের জনসভায় ১১ দফা কর্মসূচী সম্বলিত প্রচারপত্রে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’ ঘোষণা দেয়া হয়। ছাত্র সমাজের যে ঘোষণা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখে। দিনটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
দিনটি স্মরণে আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় প্রবাসী বাংলাদেশী সমাজের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের ৩৫-৩৫ ৭২ স্ট্রীট, জ্যাকসন হাইটস ঠিকায়নায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশপ্রেমিক সকল বাংলাদেশীকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন জনাব আতিকুর রহমান ইউসুফজাই সালু। -প্রেস বিজ্ঞপ্তি।
 
																			






















