যুক্তরাষ্ট্র আ.লীগের উদ্যোগে গায়েবানা জানাজা
- প্রকাশের সময় : ০৩:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
- / ৪৬৩ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটকে দায়ী করে বলেছেন, এর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেই জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, মানুষ মেরে, হরতাল-অবরোধ দিয়ে, কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে বাধা দিয়ে বিএনপি যে অপরাধ করছে জাতি তা ক্ষমা করবে না।
বাংলাদেশের চলমান সহিংসতায় সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আয়োজিত গায়েবানা জানাজা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। জানাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী শরীক হন। সিটির জ্যাকসন হাইটসস্থ ডাইভারসিটি প্লাজায় ১ ফেব্রুয়ারী রোববার বাদ মাগরেব এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। মাওলানা কাজী কাইয়ুম এই নামাজে ইমামতি করেন।
জানাজা নামাজ শেষে আওয়ামী লীগ নেতারা মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি-জামায়াতের তীব্র সমালোচনা করেন। বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তার দায় নিতে পারেনা লাখ লাখ এসএসসি পরীক্ষার্থী এমন দাবী করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, দেশের জন্য নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপি-জামায়াত আন্দোলন করছে। তিনি বলেন, খালেদা জিয়ার নিজেরই কোনো শিক্ষা নেই, ছেলেদেরও কোনো শিক্ষা দেননি, তাই দেশের ১৬ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার কষ্ট তিনি বুঝবেন না।
বিএনপি নেতারা সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের যে তালিকা তৈরীর কথা বলেছেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, এ ধরনের লিস্ট তারা আগেও করেছে। কিন্তু তাতে কিছুই হয়নি। বরং দেশে বর্তমানে তারা যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে রেখেছে, তাতে করে জাতির কাছে বিএনপিকেই জবাবদিহি করতে হবে।
জানাজায় দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামসুদ্দিন আজাদ ও লুৎফুল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্্ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সাবেক ছাত্রনেতা কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রব খান জামাল, প্রচার সম্পাদক গণেশ কীর্তনীয়া, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, হোসেন সোহেল রানা, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সম্পাদক রহীমুজ্জামান সুমন, ম্যানহাটান যুবলীগের সভাপতি মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াত বিশ্বাস, দরুদ মিয়া রনেল, আব্দুল হামিদ প্রমুখ।