বিজ্ঞাপন :
সিআইপি’র স্বীকৃতি পেলেন নিহাল রহিম
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ৩৩৩ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশের অথনীতিতে গুরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার যুক্তরাষ্ট্র প্রবাসী নিহাল রহিম-কে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০১৭ সম্মাননা গত ১৯ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ অনুষ্ঠানে প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে নিহাল রহিম সহ মোট ৪২ জন (এন আর বি)-কে সিআইপি সম্মাননা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে একমাত্র রহিম অনুষ্ঠানে সিআইপি সম্মাননা পান। উল্লেখ্য, ইতিপূবে তাঁকে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স পদক ২০১৬ সম্মাননা দেওয়া হয়।