ফেনী জেলা সমিতি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / ৩২৩ বার পঠিত
নিউইয়র্ক: গত ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়, জ্যামাইকার ১৬৯-১২ হিলসাইড এভিনিউতে ফেনী জেলা সমিতি ইউএসএ’র নবনির্বাচিত কমিটির সভাপতি আবদুর রব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ নান্নু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। সভায় আগামীতে সমিতিকে কিভাবে আরো সংঘবদ্ধ, সমৃদ্ধ ও গতিশীল করা যায় তার উপর আলোকপাত করেন সাবেক সভাপতি জসিমউদদীন ভুঁইয়া, নির্বাচন কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মানিক, নুরুল আবসার ভুঁইয়া সেন্টু, প্রচার ও দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল করিম টিপু, খায়ের উল্লাহ মজুমদার লিংকন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।