ইউএস সার্ভিস একাডেমিতে শিক্ষার্থীদের ভর্তি সহায়তার উদ্যোগ
- প্রকাশের সময় : ০২:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ২০৩ বার পঠিত
হককথা ডেস্ক: ইউএস সার্ভিস একাডেমিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট-৮ এর কংগ্রেসম্যান হাকিম জেফরি এবং কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট-৫ এর কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। এ উপলক্ষ্যে গত ১৬ নভেম্বর শনিবার নিউইয়র্কের ব্রুকলীনের হাওয়ার্ড বিচের একটি স্কুলে ‘ইউএস সার্ভিস একাডেমি ডে’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন কংগ্রেসম্যান দ্বয়।
ইউএস সার্ভিস একাডেমির অধিনে ইউএস মিলিটারী একাডেমি, ইউএস নেভাল একাডেমী, ইউএস এয়ার ফোর্স একাডেমী, ইউএস মার্চেন্ট ম্যারিন একাডেমী এবং ইউএস কোস্ট গার্ড একাডেমীতে ভর্তি হতে ইচ্ছুকদের এই সহায়তা দেয়ার কথা জানান তারা। এই সুযোগ নিয়ে একাডেমীতে ভর্তির সুযোগ নিয়ে আমেরিকার এসব বাহিনীর গর্বিত সদস্য হওয়ার আহবন জানান তারা। তারা বলেন- সংশ্লিস্ট এলাকার বাংলাদেশীসহ অন্যন্য শিক্ষার্থীরা চার বছর মেয়াদী আন্ডার গ্রাজুয়েট শিক্ষাক্রমে ভর্তি হয়ে পাচঁ বছর মেয়াদী সার্ভিসের কমিশন্ড কোর্স সম্পন্ন করার সুযোগ নিতে পারেন।
অনুষ্ঠানে কংগ্রেসম্যানদ্বয় একাডেমীতে ভর্তির যোগ্যতা এবং প্রায়োজনীয় অন্যান্য বিষয়াদি সম্পর্কেও সবাইকে অবহিত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন একাডেমীর পক্ষে ক্যাপ্টেইন এইচ কিম, স্কট ডিনকেল, মেজর ইয়ান রামেজ, ক্যাডেট জোসেপ বুসিং এবং ক্যাডেট ইদান ফিন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু, আনোয়ার হোসেন প্রমুখ।