টাঙ্গাইল-কে ঢাকা বিভাগের সাথে রাখতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
- / ৯৮৬ বার পঠিত
ঢাকা: টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেছে ঢাকাস্থ টাঙ্গাইল জেলার সকল ছাত্র/ছাত্রী ও জন সাধারনবৃন্দ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থী আয়োজিত ‘টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চায়’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবী জানানো হয়। মানববন্ধনে ঢাকাস্থ টাঙ্গাইল জেলার দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
এ আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল বলেন, ‘প্রধানমন্ত্রী ময়মনসিংহকে বিভাগ করার ঘোষণা করে ময়মনসিংহবাসীর দাবি মেনে নিয়েছে। এজন্য আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু সেই সঙ্গে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে ঢাকার সঙ্গে যুক্ত, তাই আমরা টাঙ্গাইলবাসী ঢাকাতেই থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলবাসীর লেখাপড়া থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজই ঢাকামুখী। কিন্তু ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করা হলে আমরা নানামুখী সমস্যার পাশাপাশি সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’
তাই সার্বিক দিক বিবেচনা করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গে রাখার জোর দাবি জানান তিনি। এ দাবী মানা না হলে আগামী বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন মেহেরুন হাসান সোহেল।
এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ছাত্রনেতা মেহেদী হাসান রনি, ফজলুল হক মুসলিম হলের ছাত্রনেতা মাহমুদুল হাসান, মশিউর রহমান শরীফ, নাজমূল হাসান, ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী নেত্রী শেখ মারুফা নাবিলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিমেলুর রহমান হিমেল প্রমুখ। (সারাদিননিউজ.কম)